কলকাতা, 24 জুলাই: ইডি হেফাজতে থাকাকালীন তাঁকে যদি কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়, বা কাউকে ফোন করতে হয়, তাহলে তিনি কার সঙ্গে দেখা করবেন ? বা কাকে ফোন করবেন ? প্রয়োজনে ইডি আধিকারিকরাই বা তাঁর বিষয়ে কথা বলতে কার সঙ্গে যোগাযোগ করবেন ? এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁর একমাত্র ভরসার মানুষ ! ইডি আধিকারিকদের নাকি এমনটাই জানিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ আর সেই কারণেই পার্থর অ্যারেস্ট মেমোয় (Arrest Memo) মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম ও মোবাইল নম্বর লেখা হয়েছে ৷ এই খবর প্রকাশ্য়ে আসতেই অস্বস্তির বাতাবতরণ তৃণমূলের অন্দরে ৷ সূত্রের দাবি, পার্থর এমন আচরণে নাকি ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব ৷
প্রসঙ্গত, দীর্ঘ 27 ঘণ্টা জেরার পর শনিবার সকালে পার্থকে গ্রেফতার করা হয় ৷ সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করে,পার্থ নাকি গ্রেফতার হওয়ার আগে দলনেত্রীকে ফোন করেছিলেন ৷ কিন্তু, তাঁকে পাওয়া যায়নি ৷ স্বাভাবিকভাবেই এ নিয়ে গুঞ্জন শুরু হয় ৷ অনেকেই কটাক্ষের সুরে সন্দেহ প্রকাশ করেন, পার্থ দুর্নীতির মামলায় জড়িয়ে পড়েছেন বলেই কি তাঁর ফোন ধরেননি মমতা ? যদিও এই দাবি একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷