কলকাতা, 9 অক্টোবর:শরীর ভেঙেছে, তৃণমূল কংগ্রেসের চাণক্য মুকুল রায়কে (Mukul Roy) ভোগাচ্ছে বার্ধক্যজনিত সমস্যাও । তাই পুরনো দলে ফিরলেও ইদানিং স্বমহিমায় তাঁকে দেখা যাচ্ছে না । জল্পনা শুরু হয়েছিল, শুধুই কি শারীরিক অসুস্থতা ? নাকি গেরুয়া শিবির ঘুরে আসা রায় সাহেবের উপর দলের আগের মতো আস্থা নেই ! ঠিক তখনই এল টুইস্ট ।
দ্বাদশীতে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিজয়ার প্রণাম করতে যাওয়ার পর থেকেই আবার ঘাসফুলের রাজনীতিতে অন্য মুকুলের খোঁজ পাওয়া যাচ্ছে । কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে । এই প্রবাদকে সামনে রেখেই একদা মমতার আস্থাভাজন এই নেতাকে আবার সাংগঠনিক কাজে সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী । যদিও মুকুল রায় বা কালীঘাট, কোনও পক্ষ থেকেই এই বিষয়ে প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে তৃণমূল কংগ্রেসের অন্দরের তথ্য বলছে, দিদি চান পুরনো মেজাজেই আবার দলের মধ্যে বিচরণ করুক মুকুল ।
এদিন কালীঘাট থেকে বের হওয়ার পর মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে আসেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক । দেখা করে যান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও । যদিও সকলেই এই সাক্ষাৎকে বিজয়ার সৌজন্য সাক্ষাৎ হিসেবেই উল্লেখ করছেন । কিন্তু সূত্রের খবর, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অংশকে হাতের তালুর মতো চেনা মুকুল রায়কে আসন্ন পঞ্চায়েতের আগে সাংগঠনিক কাজে ব্যবহার করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো । মূলত সেই লক্ষ্যেই তিনি তাঁকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে ।