কলকাতা, 17 ফেব্রুয়ারি: প্রখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক টুইট বার্তায় তিনি লিখেছেন, "প্রখ্যাত স্টার ফুটবলার সুরজিৎ সেনগুপ্তকে আজ আমরা হারালাম ৷ ফুটবল ভক্তদের হার্টথ্রব ছিলেন তিনি ৷ জাতীয় স্তরের একজন অসামান্য খেলোয়ার ছিলেন তিনি ৷ উনি আমাদের হৃদয়ে থেকে যাবেন ৷ গভীর শোক প্রকাশ করছি ৷ "
আরও পড়ুন : "তুমি দৌড়োও সুরো, তোমার দৌড়কে ওরা ভয় পায়..." সুরজিতকে বলেছিলেন পিকে