পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Shinzo Abe Passes Away: শিনজো আবের মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী, পাঠালেন শোকবার্তা - শিনজো আবের মৃত্যু

শোকবার্তায় শিনজো আবের মৃত্যুকে ট্র্যাজিক বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছেন, এই খবরে তিনি স্তম্ভিত ও বেদনাহত ৷ ভারত ও বাংলার সঙ্গে জাপানের ভালো সম্পর্কের পিছনে আবের ভূমিকার কথা স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী ((WB CM Mamata Banerjee mourns demise of former Japanese PM Shinzo Abe) ৷

mamata banerjee on shinzo abe
শিনজো আবেকে স্মরণ মমতার

By

Published : Jul 9, 2022, 4:26 PM IST

কলকাতা, 9 জুলাই: আততায়ীর গুলিতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মৃত্যুতে কলকাতায় অবস্থিত জাপানি কনসুলেটে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী (WB CM Mamata Banerjee mourns demise of former Japanese PM Shinzo Abe) ৷

এই শোকবার্তায় শিনজো আবের মৃত্যুকে ট্র্যাজিক বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছেন, এই খবরে তিনি স্তম্ভিত ও বেদনাহত ৷ ভারতের সঙ্গে জাপানের ভালো সম্পর্কের পিছনে আবের ভূমিকার কথা স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, বাংলার সঙ্গেও তাঁর বিশেষ সম্পর্ক ছিল ৷

আরও পড়ুন: পুরীর সৈকতে আবেকে শ্রদ্ধা বালুশিল্পী সুদর্শনের

শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "শিনজো আবের প্রধানমন্ত্রিত্বে ভারত-জাপান সম্পর্কে দৃঢ়তা লাভ করেছিল ৷ পশ্চিমবঙ্গের সঙ্গেও জাপানের বিশেষ শিল্প-বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগ রয়েছে ৷" মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জাইকা এবং জেট্রো'র মতো জাপানের বিভিন্ন সরকারি সংস্থার বিশেষ ভূমিকা রয়েছে রাজ্যের উন্নয়নে ৷ শিনজো আবের সময়কালে বাংলার সঙ্গে জাপানের সম্পর্ক নয়া উচ্চতা লাভ করে বলেও শোকবার্তায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ৷ আবের পরিবার ও জাপানবাসীর উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

শুক্রবারই পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেখানেই কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর প্রয়াত হন শিনজো আবে ৷ তাঁর এই আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

ABOUT THE AUTHOR

...view details