কলকাতা, 19 জুলাই : তেরো বছর আগে হুগলির সিঙ্গুরে (Singur) কারখানা চালুর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন রতন টাটা ৷ মূলত, জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের জেরেই টাটা গোষ্ঠীর (Tata Group) তৎকালীন কর্ণধার রতন টাটাকে (Ratan Tata) এই সিদ্ধান্ত নিতে হয়েছিল ৷ সেই টাটা গোষ্ঠী কি আবার বিনিয়োগ নিয়ে ফিরতে চলেছে বাংলায় ? রাজ্যের শিল্প ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) অন্তত সেই দিকেই ইঙ্গিত করেছেন ৷ তাঁর দাবি, টাটা গোষ্ঠী বাংলায় বড় ধরনের বিনিয়োগ করতে পারে ৷
তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের সরকারের মূল উদ্দেশ্য আরও কর্মসংস্থান তৈরি করা ৷ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে অন্তত দু’টি বড় উৎপাদনকারী সংস্থা রাজ্যে শিল্পস্থাপন করুন ৷ আর সেই তালিকায় টাটা থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন ৷
আরও পড়ুন :নিশীথের নাগরিকত্ব ইস্যুতে রাজ্যসভায় সরব কংগ্রেস-তৃণমূল
কিন্তু সেটা কি সম্ভব ? টাটা কি আসবে বাংলায় ? কারণ, জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ যদিও পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘টাটাদের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই ৷ আমরা তাদের বিরুদ্ধে লড়াই করিনি ৷ তারা দেশে ও বিদেশে অন্যতম সম্মানীয় ব্যবসায়িক সংস্থা ৷ আপনি টাটাদের দোষ দিতে পারে না ৷’’
পার্থ চট্টোপাধ্যায় তো শুধু রাজ্য সরকারের মন্ত্রী নন, তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহাসচিবও ৷ তিনি বলেন, ‘‘সমস্যাটা ছিল বামফ্রন্ট সরকার এবং তাদের জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে ৷ বাংলায় বিনিয়োগের জন্য টাটা গোষ্ঠীকে সব সময় স্বাগত ৷’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতায় আরও একটা টাটা সেন্টার গড়তে আগ্রহী ওই সংস্থা ৷ কিন্তু এছাড়াও যদি তারা উৎপাদন শিল্পে বড় বিনিয়োগ করতে চায়, তাহলে তাদের স্বাগত জানানো হবে ৷ টাটা যে আগ্রহী বাংলায় বিনিয়োগে, তা তথ্যপ্রযুক্তি সচিব তাঁকে ইতিমধ্যেই জানিয়েছেন বলে দাবি বেহালা পশ্চিমের বিধায়কের ৷