পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফের একবার স্বাস্থসাথীর পক্ষে সওয়াল মুখ্য়মন্ত্রীর, পরিষেবা নিয়ে কটাক্ষ দিলীপের - মুখ্য়মন্ত্রী

সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে ফের একবার স্বাস্থ্য়সাথী প্রকল্পের পক্ষে সওয়াল মুখ্য়মন্ত্রীর ৷ এই মুহূর্তে রাজ্য়ের 75 শতাংশ মানুষ স্বাস্থ্য়সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন ৷ বাকি 25 শতাংশকে দ্রুত এই পরিষেবার আওতায় নিয়ে আসা হবে ৷

mamata-banerjee-loud-for-swastha-sathi-prokalpo-in-nabanna-but-dilip-ghosh-slams-for-its-service
ফের একবার স্বাস্থসাথীর পক্ষে সওয়াল মুখ্য়মন্ত্রীর, পরিষেবা নিয়ে কটাক্ষ দিলীপের

By

Published : Jan 27, 2021, 7:35 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : নবান্নে সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে ফের একবার স্বাস্থ্য়সাথী প্রকল্পের পক্ষে সওয়াল করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানে মমতা বন্দ্য়োপাধ্য়ায় আবারও জানালেন, রাজ্য়ের 10 কোটি মানুষকেই স্বাস্থ্য়সাথীর পরিষেবার আওতায় আনা হবে ৷ তাঁর কথায়, এই মুহূর্তে রাজ্য়ের 75 শতাংশ মানুষ স্বাস্থ্য়সাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন ৷ বাকি 25 শতাংশকে দ্রুত এই পরিষেবার আওতায় নিয়ে আসা হবে ৷

এ প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী আরও বলেন, ‘‘সামনেই বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে ৷ তার আগে যারা এখনও এই পরিষেবার আওতায় আসেননি, তাঁদের একটি টেম্পোরারি কার্ড দেওয়া হবে ৷ পরবর্তী সময়ে ধীরে ধীরে তাঁদের স্বাস্থ্য়সাথীর ডিজিটাল কার্ড দেওয়া হবে ৷’’ এদিন মুখ্য়মন্ত্রী স্বাস্থ্য়সাথী কার্ডের সুবিধা নিয়ে বলতে গিয়ে কেন্দ্রের আয়ূষমান ভারত প্রকল্পের প্রসঙ্গও টেনে আনেন ৷ বলেন, ‘‘কেন্দ্রের আয়ূষমান প্রকল্পে রাজ্য় সরকারকে 40 শতাংশ টাকা দিতে হয় ৷ সেখানে রাজ্য় সরকারের স্বাস্থ্য়সাথীর পুরো টাকা রাজ্য় সরকার নিজে দিচ্ছে ৷’’ এমনকি বিরোধী দলের অনেক নেতাও এই কার্ড করেছেন বলে জানান মুখ্য়মন্ত্রী ৷

আরও পড়ুন : "স্বাস্থ্য সাথী" কার্ড থাকা সত্ত্বেও সরকারি, বেসরকারি হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যু প্রৌঢ়র !

মুখ্য়মন্ত্রী স্বাস্থ্য়সাথী নিয়ে বড়াই করলেও, অন্য়কথা বলছেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ তিনি অভিযোগ করেছেন, মুখ্য়মন্ত্রী স্বাস্থ্য়সাথী নিয়ে মুখে এক কথা বলছেন ৷ আর মানুষ ওই কার্ড নিয়ে চিকিৎসা করাতে গেলে, পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি ৷ অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালগুলি থেকে স্বাস্থ্য়সাথীর কার্ডে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করা হচ্ছে ৷ আজ নবান্ন থেকে মুখ্য়মন্ত্রী ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ নামে দু’টি বইয়ের উদ্বোধন করেন ৷

ABOUT THE AUTHOR

...view details