পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও - PM Modi

গত জুলাইয়ের শেষে দিল্লি সফর করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময়ও তিনি সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷

mamata banerjee likely to visit delhi next week may meet pm narendra modi
Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও

By

Published : Nov 16, 2021, 4:22 PM IST

কলকাতা, 16 নভেম্বর : আগামী সপ্তাহে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ওই সফরে তিনি দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ৷ মঙ্গলবার সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে বলে সংবাদসংস্থা জানিয়েছে ৷

ওই সূত্রের দাবি, এবারের সফরে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া অবিলম্বে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি বিএসএফের (BSF) কাজের সীমা বৃদ্ধির বিষয়টিও তুলবেন ৷

আরও পড়ুন :Narada case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল

এখানে উল্লেখ করা প্রয়োজন, তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর জুলাইয়ের শেষে দিল্লি সফর করেছিলেন মমতা ৷ সেই সময়ও তিনি সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ তারপর ফের তিনি দিল্লি সফরে যাচ্ছেন ৷

জানা গিয়েছে, আগামী 22 নভেম্বর দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী ৷ দিনতিনেক থাকবেন ৷ আগামী 25 নভেম্বর তিনি ফিরে আসতে পারেন ৷ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি ৷

আরও পড়ুন :Municipal Election : পৌর নির্বাচন নিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

জুলাইয়ের সফরে মমতার সঙ্গে একাধিক রাজনৈতিক দলের নেতারা দেখা করতে এসেছিলেন ৷ মমতা নিজে গিয়েছিলেন দশ জনপথে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) সঙ্গে দেখা করতে ৷

তার পর অবশ্য জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে পরিস্থিতি অনেকটাই বদলেছে ৷ কংগ্রেস (Congress) থেকে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছেন ৷ তার পর দুই দলের নেতারা একে অপরের বিরুদ্ধে তোপও দেগেছেন ৷ তাই এবারের সফরে মমতার সঙ্গে কংগ্রেসের কোনও শীর্ষ নেতৃত্বের বৈঠক হবে কি না, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি ৷

আরও পড়ুন :Malda Flood Search Warrant : বন্যার ক্ষতিপূরণ দুর্নীতির অভিযোগে ফেরার তৃণমূলি প্রধানের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি

তবে মুখ্যমন্ত্রীর এবারের সফরে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হবেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএসএফের কাজের সীমা বৃদ্ধির বিষয়টিও তুলবেন ৷

প্রসঙ্গত, এতদিন বিএসফের কাজের সীমা আন্তর্জাতিক সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত ছিল ৷ সম্প্রতি কেন্দ্র তা বাড়িয়ে 50 কিলোমিটার করে দিয়েছে ৷ মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এই ইস্যুতে কয়েকদিন আগে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন ৷ তারপর এবার সরাসরি প্রধানমন্ত্রীকে এই নিয়ে তাঁর আপত্তির কথা জানাবেন মমতা ৷

আরও পড়ুন :Luizinho Faleiro : গোয়ায় জয় অনিশ্চিত বলেই কি লুইজিনহোকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল ?

ABOUT THE AUTHOR

...view details