পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : পুলিশ দিয়ে শুভেন্দুকে হেনস্থা করেছেন মমতা, পৌরভোট নিয়ে ক্ষোভ প্রকাশ নাড্ডার

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সল্টলেকের বাড়ি ঘিরে ফেলে বিধাননগর পুলিশ (police surround Suvendu Adhikari house in Salt Lake) ৷ তখন বাড়িতে বিধায়কদের নিয়ে বৈঠক করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ রাতে নির্বাচন কমিশনারের দফতরে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি ৷

KMC Election
পৌরভোট নিয়ে ক্ষোভ প্রকাশ নাড্ডার

By

Published : Dec 20, 2021, 6:35 AM IST

Updated : Dec 20, 2021, 8:47 AM IST

কলকাতা, 20 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) অশান্তির অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ দেখায় বিজেপি (Suvendu Adhikari protesting at SEC) ৷ তার আগে নির্বাচন কমিশনারের দফতরে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা ৷ ভোটচলাকালীনও শুভেন্দুর সল্টলেকের বাড়ি ঘিরে রেখেছিল বিধাননগর পুলিশ ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে টুইট করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

বিজেপির সর্বভারতীয় সভাপতি টুইটারে লেখেন, ‘‘পুলিশ দিয়ে শুভেন্দুকে হেনস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা পৌরভোটের বিভিন্ন দৃশ্য গণতন্ত্রের পক্ষে সুখকর নয় ৷’’ নাড্ডা ছাড়াও ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আরেক কেন্দ্রীয় বিজেপি নেতা অমিত মালব্যও ৷

ভোটগ্রহন চলাকালীনই শুভেন্দুকে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বেরোতে বাধা দেয় বিধাননগর পুলিশ ৷ সেসময় তাঁর সঙ্গে একাধিক বিধায়ক ও বিজেপি নেতা ছিলেন ৷ ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দেন শুভেন্দু ও অন্য বিজেপি নেতারা ৷ রাজভবন থেকে বেরিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতারা ৷ সেখানেও পুলিশি বাধার মুখে পড়ে বিজেপি নেতৃত্ব ৷ শুভেন্দু-সহ অন্য নেতাদের আসার খবর পাওয়ার পরেই নিরাপত্তা জোরদার করা হয় কমিশনের দফতরে ৷ পুলিশের পক্ষ থেকে বাধা পেয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়ে গেরুয়াশিবির ৷

রাতের দিকে টুইট করে শুভেন্দু জানান, পুলিশ তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছে ৷ তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, ঘটনার ভিডিয়ো এবং কলকাতা পুলিশের এক আধিকারিক যিনি বিজেপি নেতাদের ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ, তাঁর ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷

অন্যদিকে, বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করেন ৷ লেখেন, "বিজেপির প্রতিনিধিদল ব্যাপক হিংসা, কারচুপির পরিপ্রেক্ষিতে কলকাতা পৌরভোট বাতিলের দাবি জানিয়ে রাজ্যপালকে অনুরোধ করেছেন ৷ কলকাতা পুলিশ শাসকের হয়ে কাজ করেছে ৷ বিরোধী বিধায়কদের হস্টেলে তালাবন্ধ করার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তও চাওয়া হয়েছে ।"

আরও পড়ুন : বাংলায় উত্তর কোরিয়ার মতো শাসন চলছে, আক্রমণ শুভেন্দুর

আর এক টুইটে রাজ্যপাল লেখেন, "প্রতিনিধিদল ভার্চুয়াল গৃহবন্দি সম্পর্কে তদন্ত চেয়েছে ৷ বিধায়কদের এই তালাবন্দির ঘটনা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে । তাঁদের মতে, শাসকদলের মন্ত্রী ও বিধায়করা কলকাতা পুলিশের অবাধ সমর্থন কাজে লাগিয়েছেন ৷"

Last Updated : Dec 20, 2021, 8:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details