পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC 21st July Campaign: 21 জুলাইয়ের প্রচারে একমাত্র মুখ মমতা, ব্যানার-ফ্লেক্সে নজরদারি শীর্ষনেতৃত্বের

21 জুলাইয়ের প্রচারে কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ (Mamata Banerjee is the only face in banners of 21st July) ৷ তৃণমূলের অন্যকোনও নেতার ছবি ফ্লেক্স ও ব্যানারে রাখা যাবে না বলে নির্দেশ দিল শীর্ষ নেতৃত্ব ৷

Mamata Banerjee is Face of 21st July On Other Faces Except in Banners
Mamata Banerjee is Face of 21st July On Other Faces Except in Banners

By

Published : Jul 3, 2022, 6:32 PM IST

কলকাতা, 3 জুলাই: মমতাই মুখ, অন্য মুখ নয় একুশের প্রচারে ৷ রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলার নেতৃত্বকে কড়া বার্তা দেওয়া হল তৃণমূল কংগ্রেসের তরফে (Mamata Banerjee is the only face in banners of 21st July) ৷ সেই সঙ্গে চলছে কড়া নজরদারিও ৷ রীতিমতো গাইডলাইন জারি করে জেলাগুলিকে সতর্ক করল রাজ্য নেতৃত্ব ৷ একুশে জুলাইয়ের প্রচারের ফ্লেক্স ও ব্যানারের ডিজাইন আগেই নির্দিষ্ট করেছে শাসক দল। ৷ 21 জুলাইয়ের ফ্লেক্স, ব্যানারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে ৷ অন্য কোনও নেতার ছবি সেখানে থাকবে না ৷ এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও দেওয়া চলবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ আর এই নির্দেশ দিয়েছেন অভিষেক নিজে ৷ এমনকি সৌজন্য হিসেবে কারও নাম দেওয়া যাবে না ৷ ব্যবহার করতে হবে শুধু সংগঠনের নাম ৷

তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, দলের সব শাখা একসঙ্গে প্রতিটি ব্লকে প্রস্তুতি সভা করবে ৷ দেওয়াল লিখনে জোর দিতে বলা হয়েছে ৷ তৃণমূল নেত্রীর ধারাবাহিক লড়াই এবং আন্দোলনের ইতিহাস তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ একুশে উদযাপনের জন্য আলাদা করে রেলের তরফে কোনও সাহায্য পাওয়া যাবে না ৷ এমনটা ধরেই এগোচ্ছে শাসকদল ৷ জেলার নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের ধর্মতলায় নিয়ে আসার জন্য গাড়ির ব্যবস্থা করতে ৷ প্রয়োজনে তৃণমূলের তরফ থেকে যানবাহনের খরচ গোনা হবে ৷

আরও পড়ুন:Amit Shah: বাংলাতেও সরকার গড়বে বিজেপি, আগামী 30-40 বছর দেশে 'পদ্ম' যুগ, দাবি অমিত শাহের

তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে, একুশে জুলাই প্রত্যেক কর্মী-সমর্থকের জন্য আবেগের দিন ৷ রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে এই সমাবেশের পিছনে ৷ শহিদদের এই আত্মত্যাগকে উপেক্ষা করে, কর্মীদের তরফ দিনটিকে এমনভাবে উদযাপন না করা হয় ৷ যাতে শহিদরা অসম্মানিত হন ৷ তৃণমূল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এমন দেখা গেলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

21 জুলাইয়ের প্রচারে একমাত্র মুখ মমতা, ব্যানার-ফ্লেক্সে নজরদারি শীর্ষনেতৃত্বের

আরও পড়ুন:Man enters CM house at Midnight: মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল লোক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দলের তরফ থেকে প্রচারের জন্য নির্দিষ্ট রণকৌশল ঠিক করে দেওয়া হয়েছে ৷ প্রত্যেক জেলায় স্থানীয় উন্নয়নকে প্রচারের সময় বাড়তি গুরুত্ব দিতে বলেছে তৃণমূল ৷ একইসঙ্গে করতে হবে সরকারি নানান প্রকল্পের প্রচারও ৷ মোটের উপর শহিদ দিবসকে সামনে রেখে মানুষের দরজায় আরও বেশি করে যাওয়ার কথা বলা হয়েছে ৷ সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ এই প্রচার কর্মসূচি থেকেই পঞ্চায়েতের জন্য গুরুত্বপূর্ণ প্রচার সারতে চাইছে তৃণমূল ৷ যে কোনও মুহূর্তেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে পারে ৷ তাই রথ দেখার পাশাপাশি কলা বেচার কাজটাও সেরে রাখতে চাইছেন তৃণমূল সুপ্রিমো ৷

ABOUT THE AUTHOR

...view details