কলকাতা, 12 অক্টোবর : মোদির বিকল্প মমতা !
2021 সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল কংগ্রেস পর্যদুস্ত করার পর জাতীয় রাজনীতিতে এমন একটা ধারণার জন্ম দিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চাইছেন কেউ কেউ ৷ এবার সেটাই কার্যত স্পষ্ট করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷
আরও পড়ুন :Lakhimpur Kheri Violence : আজ লখিমপুরে মৃত কৃষকদের প্রার্থনা সভায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা
মঙ্গলবার বঙ্গের শাসক দলের মুখপত্র জাগোবাংলায় (Jagobangla) ‘বাংলা থেকে প্রধানমন্ত্রীর অপেক্ষায়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ৷ লিখেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ সেখানেই এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে ৷
কুণাল ঘোষ রীতিমতো ব্যাখ্যা দিয়েছেন যে কেন মমতাকে জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিকল্প বলা হচ্ছে ৷ সেখানে যেমন উঠে এসেছে মমতার দীর্ঘ সময় আন্দোলনের অভিজ্ঞতা, তেমনই উল্লেখ করা হয়েছে তৃণমূল নেত্রীর প্রশাসনিক দক্ষতার কথাও ৷
আরও পড়ুন :Varun Gandhi : বরুণ দলের নীতি মেনে মন্তব্য করুক, চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব
তাই কুণাল ঘোষ লিখেছেন, ‘‘...বাংলার ক্ষেত্রে দেশের সরকারকে নেতৃত্ব দেওয়ার আশা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ৷’’ কারণ, হিসেবে কুণালের ব্যাখ্যা, ‘‘...বাংলার বিধানসভা নির্বাচনে এবার ডেইলি প্যাসেঞ্জারি করা বিজেপির (BJP) শীর্ষনেতাদের সম্মিলিত সবরকম চেষ্টা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছে, তাতে গোটা দেশ জননেত্রীকেই বিকল্প মুখ হিসেবে দেখছেন ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন যে কয়েকদিন আগে জাগোবাংলার পরপর দু’টি সম্পাদকীয় প্রতিবেদনে কংগ্রেসের কড়া সমালোচনা করেছিল তৃণমূল ৷ রাহুল-প্রিয়াঙ্কার (Rahul gandhi & Priyanka Gandhi) দলকে ‘পচা ডোবা’র সঙ্গে তুলনা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ একই সঙ্গে তৃণমূলকেই (Trinamool Congress) ‘আসল কংগ্রেস’ বলে উল্লেখ করেছিল ৷
আরও পড়ুন :Dhupguri Durga Puja : লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে ধুপগুড়িতে পুজোর আয়োজন মহিলাদের
এদিনের প্রতিবেদনে কুণাল ঘোষও কংগ্রেসকে (Congress) সমালোচনায় বিদ্ধ করেছেন ৷ লিখেছেন, ‘‘কেন্দ্রে বিজেপি ৷ সবরকম জনবিরোধী নীতিতে দেশ বিপর্যস্ত ৷ মানুষ মুক্তি চান ৷ কংগ্রেস 2014, 2019 এবং এখনও ব্যর্থ ৷ তাদের দলের মধ্যেই সমস্যা ৷ নরেন্দ্র মোদির বিকল্প মুখ বা শক্তি, কোনওটাই দিতে পারছে না কংগ্রেস ৷ কেবল ইতিহাস ধুয়ে জল খাওয়ার বড় বড় কথা ৷’’
শুধু বর্তমান প্রেক্ষাপট নয়, অতীতের উদাহরণ টেনেও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল বিঁধেছেন কংগ্রেসকে ৷ শুরু করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের (Netaji Subhash Chandra Bose) ‘প্রধানমন্ত্রী’ হওয়ার প্রসঙ্গ দিয়ে ৷ প্রথম আজাদ হিন্দ সরকারের (Azad Hind Government) প্রসঙ্গ ইতিহাসে ঠাঁই না পাওয়ায় আক্ষেপও করেছেন ফের মমতার আস্থাভাজন হয়ে ওঠা এই নেতা ৷
আরও পড়ুন :SRK : শাহরুখ-পুত্র আরিয়ানের গ্রেফতার প্রসঙ্গে মমতার চুপ থাকা নিয়ে প্রশ্ন অধীরের