পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Shah's Programme Controversy : দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি, কেন্দ্রের উদযাপনে শাহ থাকলেও বাদ মমতা - Trinamool Congress

শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কেন্দ্রের উদযাপন অনুষ্ঠান ৷ সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ অথচ ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) ৷

mamata-banerjee-is-not-invited-in-amit-shah-govt-programme-at-victoria-memorial
Shah's Programme Controversy : ভিক্টোরিয়ায় অমিত শাহের সরকারি কর্মসূচিতে আমন্ত্রিত নন মমতা, শুরু বিতর্ক

By

Published : May 4, 2022, 8:19 PM IST

Updated : May 5, 2022, 7:02 AM IST

কলকাতা, 4 মে : বৃহস্পতিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) । এই সফরে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । একই সঙ্গে শুক্রবার রাজারহাটের একটি হোটেলে একাধিক রাজনৈতিক বৈঠক করবেন বিজেপির এই হেভিওয়েট নেতা । সন্ধ্যায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কেন্দ্রের উদযাপন অনুষ্ঠানে (Amit Shah will attend a Government Programme at Victoria Memorial at Kolkata on Friday) ।

ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) উপস্থিত থাকলেও এখনও পর্যন্ত যা খবর সেখানে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (তথ্য-সংস্কৃতি দফতরও তাঁর হাতে রয়েছে) । আর যথারীতি এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন, সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোই রীতি । সেখানে কেন তাঁকে উপেক্ষা করা হল, এই নিয়ে উঠছে প্রশ্ন । গত বছর ইউনেস্কোর আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় কলকাতার দুর্গাপুজো জায়গা পেয়েছে ৷ শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে তারাই উৎযাপন অনুষ্ঠান হবে ৷ কিন্তু সেই অনুষ্ঠানেই ব্রাত্য মমতা বন্দ্যোপাধ্যায় ৷

যদিও এই বিষয় নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) তেমন আমল দিতে রাজি নয় । শুধু তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তাপস রায় বলেছেন, ‘‘বিজেপি সরকারের কাছ থেকে অন্তত আর যাই হোক সৌজন্যে আশা করা যায় না ।’’

অন্যদিকে এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বলেন, ‘‘জেলায় জেলায় মুখ্যমন্ত্রী বৈঠক করেন । কিন্ত সেই বৈঠকে বিজেপির বিরোধী সাংসদ, বিধায়ক ও কাউন্সিলরদের আমন্ত্রণ করা হয় না । এর পরও তৃণমূল এটা প্রশ্ন করছে যে মুখ্যমন্ত্রীকে ভিক্টোরিয়ায় আমন্ত্রণ জানানো হয়নি কেন ? এই কথাটা তৃণমূলের মুখে সাজে না ৷’’

তিনি বলেন, ‘‘এটা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কর্মসূচি । তাই কাকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ জানাবে, সেটা তাদের বিষয় । তবে উনি না এলেই ভালো হয় । তারপর আবার কে জয় শ্রীরাম ধ্বনি দেবেন ? উনি তো আবার রামের নাম শুনলেই রাগ করেন ।’’

আরও পড়ুন :Poster Campaign against Shah : অমিত শাহের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি-দার্জিলিংয়ে

Last Updated : May 5, 2022, 7:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details