পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সংঘাত বদলে সৌজন্য, রাজ্যপালের ভূমিকায় খুশি রাজ্য - বাজেট ভাষণ

বিধানসভায় রাজ্যপালের প্রবেশের পর থেকেই সংঘাতের আবহাওয়া বদলে তৈরি হয়েছিল সৌজন্যের পরিবেশ । প্রথা মেনে বাজেট বিবৃতি দেওয়ায় খুশি শাসকদল ।

Mamata-Jagdeep
সংঘাত বদলে সৌজন্যতা

By

Published : Feb 8, 2020, 1:58 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : রাজ্যপাল জগদীপ ধনকরের ভূমিকায় খুশি শাসক দলের বিধায়করা । বেশ ফুরফুরে মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়ও । কারণ, গতকাল বাজেট ভাষণ নিয়ে রাজ্যপালকে কেন্দ্র করে যে জল্পনা তৈরি হয়েছিল, তাতে কার্যত ইতি পড়েছে । বিধানসভায় রাজ্যপালের প্রবেশের পর থেকেই সংঘাতের আবহাওয়া বদলে তৈরি হয়েছিল সৌজন্যের পরিবেশ । প্রথা মেনে বাজেট বিবৃতি দেওয়ায় খুশি শাসকদল । বেলাশেষেও মুখে কুলুপ এঁটেছিলেন তৃণমূলের মন্ত্রী -বিধায়করা । বাজেট ভাষণকে কেন্দ্র করে শাসক দলের সঙ্গে রাজ্যপালের সন্ধির পর্ব কি শুরু হল ?

গত জুলাই মাসে জগদীপ ধনকর রাজভবনের কুর্সিতে বসার পর থেকেই শাসক দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে সংঘাতে জড়িয়েছেন । এবারে বাজেট ভাষণকে কেন্দ্র করে সেই সংঘাত অব্যাহত থাকবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছিল । সকলেই মনে করেছিলেন, রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি পাঠ নাও করতে পারেন রাজ্যপাল । এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে।

দুপুরে রাজ্যপাল বিধানসভায় প্রবেশের পর দেখা গেল অন্য ছবি । সংঘাত পরিণত হল সৌজন্যতায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ শাসক দলের বিধায়কদের কাছ থেকে অভ্যর্থনা পেলেন তিনি । রাজ্যপালও সমস্ত বৈরিতা ভুলে গিয়ে পাঠ করলেন রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি। ফলে বিকেলে বিধানসভায় নিজের ঘরে বসে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শাসক দলের বিধায়কেরাও রাজ্যপালের ভূমিকায় খুশি। তাঁকে নিয়ে কার্যত মুখে কুলুপ আঁটলেন ।

বিধানসভায় রাজ্যপাল রাজ্য সরকারের লিখে দেওয়া বিবৃতি পাঠ করলেন

ABOUT THE AUTHOR

...view details