কলকাতা, 2 অক্টোবর : বেশ কয়েক বছর ধরে রাজ্যে বকেয়া পড়ে রয়েছে পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন ৷ খুব শীঘ্রই সেই ভোট হতে পারে বলে ইঙ্গিত মিলল শনিবার ৷ আর এই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিন নবান্নে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই পৌরভোট করানোর বিষয়ে ইঙ্গিত দেন তিনি ৷
আরও পড়ুন :Mamata Banerjee : সব টাকা জলেই চলে যাচ্ছে, বন্যা পরিবর্দশনে গিয়ে মন্তব্য মমতার
প্রসঙ্গত, গত 30 সেপ্টেম্বর রাজ্যের তিনটি আসনে ভোটগ্রহণ হয়েছে ৷ তার মধ্যে ভবানীপুরে উপনির্বাচন হয়েছে ৷ যেখানে লড়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাছাড়া চলতি সপ্তাহের শুরুতে রাজ্যের আরও চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷
সেই ভোট হবে আগামী 30 অক্টোবর ৷ প্রচার-সহ ভোটের অন্যান্য প্রক্রিয়া চলার কথা অক্টোবর মাসের বেশিরভাগ দিন ধরে ৷ কিন্তু তার মধ্যে শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো ৷ সেই নিয়েই এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মমতা ৷ তখন তিনি সকলকে আর্জি জানান, উৎসবের দিনগুলি বাদ দিয়ে যদি প্রচার করা যায় ৷ তাহলে মানুষের সুবিধা হয় ৷