পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কে পোহা খাবে, কে খাবে না, সেটাও কি সরকার ঠিক করে দেবে : মমতা

আগামী মাসে CAA বিরুদ্ধে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল নেত্রী ৷ CAA-র প্রতিবাদে মানববন্ধন থেকে শুরু করে রাজ্যের সর্বত্র মৌন মিছিলের ডাক দিলেন তিনি ৷ BJP-র পোহা মন্তব্য থেকে শুরু করে অভিনন্দন যাত্রাসহ একাধিক ইশুতে মুখ খুললেন তিনি ৷

Mamata Banerjee
ফাইল ছবি

By

Published : Jan 27, 2020, 1:41 PM IST

Updated : Jan 27, 2020, 8:05 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে ছাত্র যুব কর্মশালা এসেও CAA ইশুতে বিরোধিতার জায়গা সপ্ষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুষ্ঠান মঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি প্রসঙ্গে BJP-কে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো ৷ বলেন, "এক রঙে দেশ চলে না" ৷

CAA ও NRC ইশুতে শুরু থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজকের কর্মশালা থেকে রাজ্যের একাধিক এলাকায় BJP-র অভিনন্দন যাত্রাকেও কটাক্ষ করেন তিনি ৷ বললেন, "BJP-র অভিনন্দন যাত্রা না, ওটা আসলে বিসর্জন যাত্রা ৷" BJP-র পোহা ইশুতেও মুখ খুললেন তিনি ৷ বলেন, "কে পোহা খাবে, কে খাবে না, সেটাও কি সরকার ঠিক করে দেবে?" একইসঙ্গে এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ ইশুতেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আজকের কর্মশালা থেকে আগামী মাসে CAA বিরুদ্ধে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল নেত্রী ৷ 5 ফেব্রুয়ারি CAA-র প্রতিবাদে মানববন্ধন এবং 6 ও 7 ফেব্রুয়ারি রাজ্যের সর্বত্র মৌন মিছিলের ডাক দিলেন তিনি ৷ একইসঙ্গে 10 থেকে 13 ফেব্রুয়ারি ছাত্র ও যুবদের এলাকার মানুষদের সঙ্গে কথা বলে CAA বিরোধী জনমত গঠন করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রত্যেক ছাত্রকে হাজারটি বাড়ি বেছে নিয়ে সেই বাড়ির মানুষদের CAA ও NRC বিষয়ে সচেতন করার কথা বলেন তিনি ৷

দেখুন ভিডিয়ো

পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে রাজ্যের স্থান সবার আগে বলেও আজকের কর্মশালা থেকে দাবি করেন তিনি ৷ 20 হাজার মানুষের কর্মসংস্থানেরও আশ্বাস দেন তিনি ৷ দু'বছরের মধ্যে বাংলায় কর্মসংস্থান গড়ে তুলবেন বলে জানান তিনি ৷ বলেন, "সিলিকন ভ্যালির মতো আরও একটা সিলিকন ভ্যালি করছি ৷ 20 হাজার মানুষের কর্ম সংস্থান হবে ৷ তোমরা দু'বছর নিঃস্বার্থভাবে বাংলাকে গড়তে দাও ৷ তোমাদের ভবিষ্যতের দায়িত্ব আমি নেব ৷ কাউকে ঘুরতে হবে না ৷"

Last Updated : Jan 27, 2020, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details