কলকাতা, 6 জানুয়ারি : গোটা দেশের মতো এরাজ্যেও ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ ৷ তবে তাতে অযথা ভয় না পাওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী ৷ এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বললেন একথা (Mamata on Bengal COVID surge) ৷ মাস্ক ব্যবহার এবং দায়িত্বের সঙ্গে সাবধানতা অবলম্বনের কথা বলেছেন তিনি ৷
মমতা জানান, রাজ্যে গত 7 দিনে কোভিড বেড়েছে ৷ মেয়েদের চুল ঢেকে রাখার অনুরোধ করেন ৷ ছেলেদের মাথায় টুপি ব্যবহার করার কথা বলেন ৷ বলেন মাস্ক, গ্লাভস অবশ্যই ব্যবহার করার কথা ৷ তবে এসবের মধ্যেই ভয় না পাওয়ার কথা বললেন ৷
3 দিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ৷ তবে অযথা হাসপাতালে ভর্তি না হতে বলেন ৷ অনেকেই বাড়ির লোকের কোভিড হওয়ার পরও বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছেন ৷ বাড়ির কারোর করোনা হলে পরিবারের অন্যান্য সদস্যদেরও সমানভাবে আইসোলেশনে থাকা উচিৎ- একথা মনে করিয়ে দেন ৷ জানান, কেন্দ্রের নির্দেশানুসারে 7 দিনের আইসোলেশন প্রয়োজন ৷ তারপর কাজে যোগ দেওয়া যাবে ৷
লোকাল ট্রেন চালু করা বা না করাটা শাঁখের করাতের মতো হয়ে দাঁড়াচ্ছে বলে মত মুখ্যমন্ত্রীর ৷ গত বছর দুইয়ের করোনা পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ এবার ফের লোকাল ট্রেন সম্পূর্ণত বন্ধ করা হলে বহু মানুষ ভারী বিপদে পড়বেন ৷ তাই লোকাল ট্রেন চললেও যাঁদের বাড়ি থেকে কাজের পরিসর রয়েছে তাঁরা যাতে তাই করেন তার অনুরোধ জানিয়েছেন তিনি ৷ প্রয়োজন না ছাড়া বাড়ি থেকে না বেরনোর কথা বলেন তিনি ৷ বারবার তিনি এদিন সাধারণ মানুষকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান ৷ সাবধানতা অবলম্বন করতে বলেন ৷
এদিন মাস্ক ব্যবহারের উপর জোর দেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "আমি মনে করি, প্রশাসন জোর করে ফাইন করে কাউকে মাস্ক পরাতে পারে না ৷ মানুষকে নিজেদেরই সচেতন হতে হবে ৷ অনেকেই কথা শুনছেন না, মাস্ক পরছেন না ৷ আমাদের বাঁচাতে পারি আমরাই ৷" তাঁর মতে, কঠিন এই পরিস্থিতির মধ্যেও বাংলা অনেক সেফ রয়েছে ৷
পাশাপাশি সংবাদমাধ্যমকে মিথ্যা খবর না ছড়ানোর কথা বললেন ৷ তাঁর অভিযোগ, "আমার কোভিড হয়েছে বলে খবর ছড়ানো হয় ৷" বলেন, "অনেক সাংবাদিক বন্ধুরও কোভিড হয়েছে ৷" করোনা আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি ৷
আরও পড়ুন : Baruipur Subdivisional Hospital : তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় প্রস্তুত বারুইপুর মহকুমা হাসপাতাল