পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

WB Govt New Programme: জানানো যাবে অভাব-অভিযোগ, 'দিদিকে বলো'র ধাঁচে মমতা সরকারের নয়া উদ্যোগ - দিদিকে বলো

ফোন করেই জানানো যাবে অভাব, অভিযোগের কথা ৷ দিদিকে বলো'র ধাঁচে নয়া পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের (WB govt set to launch new programme to recieve grievances) ৷ পুজোর পর এই কর্মসূচি শুরু হতে পারে বলে জানা গিয়েছে(new programme inspired of Didi Ke Bolo)৷

WB Govt New Programme
ETV Bharat

By

Published : Sep 11, 2022, 7:12 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর: 'দিদিকে বলো'র কায়দায় এবার নতুন জনসংযোগ প্রকল্প আনছে রাজ্য সরকার ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসকে অনেকটাই উত্তরণের পথ দেখিয়েছিল 'দিদিকে বলো' কর্মসূচি (new programme inspired of Didi Ke Bolo)৷ ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরিকল্পনায় তৈরি হয়েছিল ওই কর্মসূচির রূপরেখা(New Programme of WB Govt) ৷

একের পর এক দুর্নীতির অভিযোগে ও রাজ্যের হেভিওয়েট তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেফতারির পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্দরে যথেষ্ট অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের ৷ প্রায় প্রত্যেকদিনই এই নিয়োগ দুর্নীতি নিয়ে অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে ৷ এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে 'দিদিকে বলো'র কায়দায় একটি নতুন জনসংযোগ কর্মসূচি নিয়ে আসা হচ্ছে(Mamata Banerjee Govt set to launch new programme to recieve grievances)।

আরও পড়ুন:পিএফ-গ্র্যাচুইটি না পেলে বিজেপি সাংসদ,বিধায়কদের বাড়ি ঘেরাও, প্রয়োজনে দিল্লি অভিযান; চা-শ্রমিকদের বার্তা অভিষেকের

নবান্নের এক শীর্ষ আধিকারিকের কথায়, "দিদিকে বলো কর্মসূচির মতো করে একটি নতুন কর্মসূচি আনতে চলেছে রাজ্য সরকার । যেটা সম্পূর্ণভাবে সরকারি কর্মসূচি হবে । যদিও এই কর্মসূচির নাম এখনও নির্দিষ্ট হয়নি । মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)নিজে এর নাম নির্ধারণ করবেন । এর মাধ্যমে মূলত মানুষের সমস্যা ও অভিযোগ শোনার জন্য একটি বিরাট কন্ট্রোল রুম খোলা হবে । যেখানে তথ্যপ্রযুক্তির দিক থেকে আধুনিকতম ব্যবস্থা থাকবে । দুটি এজেন্সির হাতে সব দায়িত্ব থাকবে । একটি এজেন্সি মানুষের অভাব-অভিযোগ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আমলা, অফিসার ও পুলিশের কাছে পাঠিয়ে দেবে । অপর একটি এজেন্সি ফিল্ড স্টাফ নিয়োগ করবে । যাঁদের কাজ হবে, যে সমস্ত অভিযোগগুলি আসছে, সেগুলি যাচাই করা । আর এই কন্ট্রোল রুমের সঙ্গে জেলাশাসক, মহকুমাশাসক, ব্লক উন্নয়ন অফিসের সরাসরি যোগাযোগ থাকবে । সেই সঙ্গে যোগাযোগ থাকবে রাজ্যের সমস্ত থানা, কমিশনারেট ও পুলিশ সুপার অফিসের । এর দ্বারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের মানুষের যোগ সূত্র তৈরি হবে । অভাব, অভিযোগ, সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যাবে ।"

এই কর্মসূচির কাজ পুজোর পর থেকেই শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর ৷ মানুষের অভাব-অভিযোগ শোনা ও সমস্যা সমাধানের জন্য তিন বছর ধরে নবান্নে মনিটরিং অ্যান্ড গ্রিভ্যান্স রিড্রেসাল সেল নামে একটি দফতর রয়েছে । যার নেতৃত্বে রয়েছেন সিনিয়র আইএএস অফিসার পিবি সেলিম । জানা যাচ্ছে, অভিযোগ শোনার এই ব্যবস্থাটিকে আরও ঢেলে সাজাতে একে আদতে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details