কলকাতা, 7 সেপ্টেম্বর : গতকালই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজশেখর মানথা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কোনও মামলায় গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন । পাশাপাশি নতুন মামলাতেও গ্রেফতার করতে হলে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে নির্দেশে দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধেই আজ কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আপিল করল রাজ্য । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল করেছে রাজ্য ।
আরও পড়ুন :Mamata Banerjee : দুর্গাপুজো কোন পথে ? আজ বৈঠকে মমতা, থাকছে না ভবানীপুরের ক্লাবগুলি
গতকাল দেহরক্ষীর রহস্যমৃত্যু মামলা এবং এক ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে মানিকতলা থানায় দায়ের হওয়া মামলায় পুলিশ তদন্ত চালালেও শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । এছাড়া আরও তিনটি মামলায় পুলিশের তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি রাজশেখর মানথা ।
শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন গত ডিসেম্বরে ৷ তার পর থেকে রাজ্য সরকার মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করছে বলে অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতার ৷ এই অভিযোগ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷