কলকাতা, 19 সেপ্টেম্বর:প্রথমে বিরোধীদের উদ্দেশে তীব্র আক্রমণ, তার কিছু পরেই তাদের প্রতি সৌজন্যের নজির - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আচরণে আদর্শ এক গণতান্ত্রিক বাতাবরণের সাক্ষী থাকল রাজ্য বিধানসভা ! রাজনৈতিক মহলের দাবি এমনটাই ৷
এই অধিবেশনে আজই প্রথম বিধানসভায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য পেশের সময় এ দিন বিরোধীদের চোখা চোখা শব্দবাণে বিদ্ধ করেন মুখ্যমন্ত্রী (Mamata-Suvendu Courtesy Exchange)৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তুই-তোকারি সম্বোধনও করেন ৷
কী বলেন মমতা ?
দুর্নীতি প্রসঙ্গে বলার সময় মমতার নিশানায় ছিলেন বিরোধী দলনেতা ৷ তাঁকে কটাক্ষ করে বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "আপনাদের যিনি প্রধান এখানে আছেন, তাঁর বাড়িতে কটা রেইড হয়েছে ? তুমি চুরি করে সাধু মহারাজ কারণ আজ বিজেপি ক্ষমতায় আছে ৷" এরপরই বিরোধী দলনেতাকে তুই-তোকারি সম্বোধন করে মমতার তোপ, "চ্যালেঞ্জ করছি একটাও যদি প্রমাণ করতে পারিস ৷ তোদের মতো চোর আমরা নই রে ৷"
আরও পড়ুন:ইডি-সিবিআইয়ের অভিযানের পিছনে মোদির মদত ! বিশ্বাস করেন না মমতা
এই তপ্ত বাতাবরণের কিছু পরেই ধরা পড়ে সম্পূর্ণ বিপরীত ছবি ৷ তখন বিধানভায় ইডি সিবিআইয়ের 'অতি সক্রিয়তা' নিয়ে আনা প্রস্তাবের আলোচনা শেষে ভোটাভুটি চলছিল ৷ সেই সময় নিজের আসন থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী ৷ দলের বিধায়ক ও মন্ত্রীদের দিকে এগিয়ে গিয়ে তিনি কুশল বিনিময় করেন ৷ মন্ত্রী বীরবাহা হাঁসদার কাছে গিয়ে তাঁর প্রশংসা করে বলেন, "ভালো বলেছিস, এ ভাবেই চালিয়ে যা ৷" এরপর মহিলা বিধায়কদের দিকে এগিয়ে যেতেই অসীমা পাত্র, লাভলি মৈত্র ও জুন মালিয়ারা আসন থেকে নেমে এসে মুখ্যমন্ত্রীকে গিয়ে প্রণাম করেন ৷ তাঁদের সঙ্গে কথাবার্তা বলেন মমতা ৷
এরপর তিনি বিরোধীদের বেঞ্চের কাছে এলে বিরোধী দলের বিধায়কদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ৷ তাঁদের শারদীয়ার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ৷ তাঁকে দেখে উঠে দাঁড়ান বিরোধী দলের বিধায়করা ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাঁর একসময়ের নেত্রীকে জোড়হাত করে প্রণাম জানান ৷ হাতজোড় করে সবাইকে অভিবাদন জানান মুখ্যমন্ত্রীও ৷
সবমিলিয়ে আজ একদিকে মুখ্যমন্ত্রীর বিরোধীদের প্রতি তীব্র আক্রমণ ও উলটোদিকে সৌজন্য বিনিময় বিধানসভায় এক নতুন মুহূর্তের সৃষ্টি করল ৷ রাজনৈতিক মহলের দাবি, আজকের ঘটনা আদর্শ রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে ৷