কলকাতা, 21 জুলাই : শহিদ দিবস ৷ 1993 সালের 21 জুলাই পুলিশের গুলিতে বেশ কয়েকজন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি প্রতি বছর পালন করা হয় ৷ যেহেতু তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই আন্দোলনের পুরোভাগে, তাই তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর শহিদ দিবসের মূল অনুষ্ঠান মমতার নেতৃত্বেই হয় ৷
এবারও তার ব্যতিক্রম হল না ৷ পার্থক্য শুধু করোনা পরিস্থিতির জন্য এবারের সমাবেশ ভিক্টোরিয়া হাউজের সামনে না হয়ে হল ভার্চুয়ালি ৷ কালীঘাটে নিজের বাড়ি থেকে ভাষণ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেই ভাষণের কোথাও সিপিএম বা বামফ্রন্টের নাম উল্লেখ করলেন তৃণমূল নেত্রী ৷ যা দেখে রীতিমতো বিস্মিত রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন :Mamata Banerjee : বিজেপিকে হারানোর লক্ষ্যে এবার দেশজুড়ে খেলা হবে, ঘোষণা মমতার
তাদের বক্তব্য, যেদিন এই ঘটনা ঘটেছিল, তখন বাংলার মসনদে বামফ্রন্ট সরকার ৷ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ৷ তাই এতদিন এই ঘটনা নিয়ে বামফ্রন্টকেই কাঠগড়ায় তুলেছেন মমতা ৷ প্রতি বছর শহিদ দিবসের মঞ্চ থেকে কড়া ভাষায় সিপিএমের সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী ৷ মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন, তখনও সমালোচনা করতেন সিপিএমের ৷ এমনকি, মুখ্যমন্ত্রী হওয়ার পরও একুশের মঞ্চ থেকে সিপিএম বিরোধিতা থেকে একবারও সরেননি ৷
অথচ এদিন তিনি একবার সিপিএম-কংগ্রেস কারও নাম উল্লেখ করলেন না ৷ বরং টানা বিরোধিতা করে গেলেন বিজেপির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নানা ইস্যুতে সমালোচনা করলেন ৷ করোনা পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী ব্যর্থ বলেও এদিন অভিযোগ করেছেন ৷
আরও পড়ুন :Bengal Politics : নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে, বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব মমতার