কলকাতা, 25 জুলাই: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী (প্রাক্তন শিক্ষামন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ সেটা শনিবারের কথা ৷ এরপর মাঝে দু'দিন কেটে গেলেও এ নিয়ে মুখ খোলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ শেষমেশ, সোমবার বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ও মহানায়ক সম্মান প্রদানের মঞ্চে এই বিষয়ে সরব হলেন তিনি ৷ এদিন তাঁর বক্তব্যে ছিল দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা ৷ পাশাপাশি, এখনও পর্যন্ত যা কিছু ঘটেছে, তা নিয়ে সন্দেহের সুরও ধরা পড়েছে মমতার গলায় ৷ আর সে কারণেই নিয়োগ দুর্নীতি কাণ্ডের দ্রুত তদন্ত ও বিচারের পক্ষে সওয়াল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের শনাক্ত করতে হবে ৷
এদিনের মঞ্চ থেকে মমতা বলেন, দুর্নীতির সঙ্গে কোনও আপোষ করবেন না তিনি ৷ দোষীর শাস্তি হলে বাধা দিতেও যাবেন না ৷ তবে একইসঙ্গে ইডি-র অভিযানে যে পাহাড়প্রমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে, তার পিছনে বিজেপি-র ফাঁদ থাকতে পারে বলেও আশংকা প্রকাশ করেছেন মমতা ৷ আর সেই প্রসঙ্গেই তিনি বলেন, "আমি মনে করি, কেউ ভুল করলে তাঁকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত ৷ কিন্তু, তারপরও যদি কেউ না শুধরায়, তাহলে তাঁর দায়িত্ব তাঁকে নিজেকেই নিতে হবে ৷ কেউ যদি জেনে শুনে অপরাধ করেন, তাহলে তাঁর যাবজ্জীবন সাজা হলেও আমার আপত্তি নেই ৷ কিন্তু বাচ্চা জন্মানোর আগেই অন্নপ্রাশনের তারিখ ঠিক হয়ে যাচ্ছে ! এটাও মানুষকে বুঝতে হবে ৷"
আরও পড়ুন:Partha Chatterjee Update: মিথ্যা অসুস্থতা দেখিয়েছেন পার্থ, তাঁকে ফের হেফাজতে চাইল ইডি
সোমবারের অনুষ্ঠান মঞ্চ থেকে আমজনতার প্রতি মমতার আবেদন, "নিজেদের বিচার-বুদ্ধি দিয়ে বাস্তব চিনে নিন ৷" এদিনের ভাষণে কোথাও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নাম উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বদলে টাকা উদ্ধার হওয়ার প্রসঙ্গ তুলে বলেছেন, "তদন্ত সবে শুরু হয়েছে ৷ এটা ট্র্যাপও হতে পারে ৷" একইসঙ্গে, এই বিষয়ে নিজের এবং দলের অবস্থান স্পষ্ট করে মমতা জানিয়ে দেন, ইডি-এর তদন্তে তাঁর দল ও সরকার কোনওভাবেই হস্তক্ষেপ করবে না ৷