পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : সিঙ্গুর বিল পাসের দশম বর্ষপূর্তিতে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন বিল পাসের 10 বছর পূর্তি উপলক্ষে টুইটারে কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সোমবার 10 বছর আগের সেই ঘটনা উল্লেখ করার পাশাপাশি বর্তমান কৃষক আন্দোলনের প্রসঙ্গও টানেন তিনি ৷ বুঝিয়ে দেন, কৃষকদের যন্ত্রণায় তিনি সমব্যথী ৷ একইসঙ্গে, নয়া তিন কৃষি আইনের ইস্যু টেনে কৃষকদের পাশে থেকেই কেন্দ্রবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দেন তৃণমূল সুপ্রিমো ৷

Mamata Banerjee express concern on twitter over farmer agitation on 10th anniversary of Singur Bill pass
সিঙ্গুর বিল পাসের দশম বর্ষপূর্তিতে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

By

Published : Jun 14, 2021, 12:55 PM IST

Updated : Jun 14, 2021, 2:47 PM IST

কলকাতা, 14 জুন :সিঙ্গুর (Singur) জমি পুনর্বাসন এবং উন্নয়ন বিল (Singur Land Rehabilitation and Development Bill 2011) পাসের 10 বছর পূর্তি উপলক্ষে টুইটারে কৃষকদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Benerjee) ৷ সোমবার 10 বছর আগের সেই ঘটনা উল্লেখ করার পাশাপাশি বর্তমান কৃষক আন্দোলনের প্রসঙ্গও টানেন মমতা ৷ বুঝিয়ে দেন, কৃষকদের যন্ত্রণায় তিনি সমব্যথী ৷ মমতার অভিযোগ, কেন্দ্রের উদাসীনতার জন্যই আজ চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে দেশের কৃষকদের ৷ তাঁদের রক্ষা করতে তিনি যে কেন্দ্রের বিরুদ্ধে সম্মুখ সমরে নামতেও পিছপা হবেন না, এদিন ফের একবার সেই বার্তা দেন তৃণমূল সুপ্রিমো ৷

হাতে সময় মাত্র আর বছর তিনেক ৷ তারপরই লোকসভা নির্বাচন ৷ ইতিমধ্যেই পর পর দু’বার বিপুল জনসমর্থন নিয়ে দিল্লির মসনদের দখল নিজেদের হাতে রেখেছে বিজেপি ৷ তাদের এই জয়যাত্রার অন্যতম কাণ্ডারী স্বয়ং দেশের প্রধানমন্ত্রী ৷ চব্বিশের নির্বাচনেও তিনিই গেরুয়াশিবিরের অন্যতম অস্ত্র ৷ মমতা কি সেই অস্ত্রই ভোঁতা করতে চাইছেন ? ওয়াকিবহাল মহলের একটা অংশ অন্তত তেমনটাই মনে করছে ৷

রাজনীতি নিয়ে যাঁরা কাটাছেঁড়া করেন, তাঁদের অনেকেই মনে করেন, নরেন্দ্র মোদি (Narendra Modi) আজও বিজেপির পোস্টার বয় ৷ দেশবাসীর একটা বড় অংশ মূলত তাঁকে দেখেই বিজেপিকে ভোট দেন ৷ এই প্রেক্ষাপটে সরাসরি মোদির সঙ্গে টক্কর দিতে পারেন, সর্বভারতীয়স্তরে এমন কোনও মুখ বিরোধী কোনও দলই তৈরি করতে পারেনি ৷ কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রত্যাবর্তনে আশার আলো দেখছেন মোদিবিরোধী শিবিরের কেউ কেউ ৷

আরও পড়ুন :নবান্নতে টিকায়েত-যশবন্তকে পাশে বসিয়ে মোদি হঠানোর ডাক মমতার

করোনার (Covid-19) দ্বিতীয় ঢেউ সামাল দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে ল্যাজেগোবরে হয়েছে, তাতে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ব্র্য়ান্ড মোদির সাফল্য ৷ অন্যদিকে, প্রবল গেরুয়া হাওয়ার মধ্যেও মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেভাবে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য কামব্য়াক করেছেন, তাতে চিন্তা বেড়েছে বঙ্গ-বিজেপির ৷

পাশাপাশি, করোনার দ্বিতীয় ঢেউয়ে সাময়িকভাবে সংবাদ শিরোনাম থেকে সরে গেলেও এখনও অব্যাহত কৃষক আন্দোলন ৷ দিল্লির সীমানায় এখনও ঘাঁটি আগলে পড়ে রয়েছেন আন্দোলনরত কৃষকরা ৷ কেন্দ্রের নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজও অটল তাঁরা ৷

এর আগে করোনার প্রাথমিক পর্বে সংক্রমণের আশঙ্কায় দিল্লির শাহিনবাগের আন্দোলন তুলে দিতে সক্ষম হয়েছিল প্রশাসন ৷ কিন্তু কৃষক আন্দোলনের ক্ষেত্রে একই পথে হাঁটলে বিজেপির রাজনৈতিক ঝুঁকি বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের ৷ অন্যদিকে, আন্দোলনকারীরা এই ইস্য়ুকে পাথেয় করে প্রয়োজনে সরাসরি কেন্দ্রবিরোধিতার রাস্তায় যেতেও রাজি ৷

আর এখানেই বাড়তি গুরুত্ব পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ কারণ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাঁর টার্নিং পয়েন্ট অবশ্যই সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলন ৷ কৃষি, কৃষক ও জমির আবেগই তাঁকে প্রশাসনের মাথায় তুলে দিয়েছে ৷ ইতিমধ্যেই দিল্লির কৃষক নেতারা নবান্নে এসে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করেছেন ৷ তাঁদের সাফ কথা, কেন্দ্রের নয়া তিন কৃষি আইন মানবেন না তাঁরা ৷ তার জন্য যতদিন আন্দোলন চালাতে হয়, চালিয়ে যাবেন তাঁরা ৷ আর এই আন্দোলনেই মমতার সরাসরি সহযোগিতা চেয়েছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের আশ্বস্ত করেছেন মমতাও ৷

আরও পড়ুন :কেন্দ্রের বিভ্রান্ত টিকা নীতির জন্যই প্রাণ গিয়েছে তরুণদের, তোপ মমতার

সোমবার যেন কৃষকনেতাদের দেওয়া সেই প্রতিশ্রুতিই আরও একবার মনে করিয়ে দিলেন মমতা ৷ এদিন সকালে পর পর দু’টি টুইট করেন তৃণমূলনেত্রী ৷ তুলে ধরেন 10 বছর আগে 2011 সালের 14 জুন পশ্চিমবঙ্গের বিধানসভায় সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন বিল পাসের কথা ৷ মনে করিয়ে দেন, কৃষকদের প্রাপ্য অধিকার পাইয়ে দিতে কতটা লড়াই করতে হয়েছিল তাঁকে ৷

এরপর অন্য একটি টুইটে কৃষকদের দেশের মেরুদণ্ডের সঙ্গে তুলনা করেন মমতা ৷ মোদি সরকারকে তোপ দেগে বলেন, কেন্দ্রের উদসীনতার জন্যই আজ কৃষকদের চরম দুর্দশা ভোগ করতে হচ্ছে দেশের অন্নদাতাদের ৷ তাঁদের বাঁচাতে তিনি যে কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে নামতেও প্রস্তুত, সেকথাও আরও একবার মনে করিয়ে দেন মমতা ৷

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, কৃষক আন্দোলনকে হাতিয়ার করে আসলে জাতীয়স্তরে মোদিবিরোধী প্রধান মুখ হয়ে উঠতে চাইছেন মমতা ৷ প্রসঙ্গত, একুশের নির্বাচনী প্রচারেই মমতা স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলায় হ্যাট্রিকের পর তাঁর লক্ষ্য দিল্লি, অর্থাৎ চব্বিশের লোকসভা ভোট ৷ দিল্লির সীমানায় কৃষকদের নাছোড় আন্দোলন কি মমতার সেই লক্ষ্য পূরণ করতে পারবে ? উত্তর দেবে সময় ৷

Last Updated : Jun 14, 2021, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details