কলকাতা, 15 অক্টোবর : ঠান্ডা ঘরে বৈঠক নয় । বরং ঘটনাস্থলে গিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্বকে সরেজমিনে অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । শনিবার নবান্নে বউবাজারের সংকট (Bowbazar Metro Crisis) নিয়ে এক বৈঠক হয় ৷ নবান্ন সূত্রে খবর, সেখানে মুখ্যমন্ত্রী জানান, শুধু মুখের কথা নয়, গ্রাউন্ড রিয়েলিটি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।
প্রসঙ্গত, বউবাজারে মেট্রো রেলের (East West Metro Rail) কাজের জেরে আবার ফাটল প্রকাশ্যে আসে । ধনতেরাসের আগে এমন ঘটনা নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে ওই এলাকার মানুষের মধ্যে । এটা বুঝতে পেরেই এদিন নবান্নে বৈঠকে বসে রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্ব ।
বিকেলের এই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) উপস্থিত তো ছিলেনই, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । উপস্থিত ছিলেন কেএমআরসিএল-এর কর্তারাও ।
মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশ দেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কী সরেজমিনে পর্যবেক্ষণ করতে । সেই মতো বউবাজারে যান রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্ব । যান কেএমআরসিএল (KMRCL)-এর কর্তারাও । পরিস্থিতি দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে এদিনের বৈঠকে ঠিক হয়েছে ।