পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মোদির সামনে ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

ভিক্টোরিয়া মেমোরিয়ালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দিতে ডাকা হল, তখন দর্শকাসন থেকে কয়েকজন ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন৷ প্রথম সারিতে থাকা কয়েকজন থামানোর চেষ্টা করেন৷ কিন্তু যা ঘটার ততক্ষণে ঘটে গিয়েছে৷

mamata banerjee denies to give speech on netaji's birthday program
ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ শুনে ভাষণ দিলেন না ক্ষুব্ধ মমতা

By

Published : Jan 23, 2021, 5:18 PM IST

Updated : Jan 23, 2021, 6:48 PM IST

কলকাতা, 23 জানুয়ারি : নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বিপত্তি৷ শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানেই বিপত্তি ঘটে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়া বাতিল করলেন ক্ষোভে৷ ফলে এই নিয়ে হইচই পড়ে যায়৷ কী হলে কিছু বুঝে ওঠার আগেই ভাষণ দেওয়ার জন্য নির্ধারিত জায়গা ছেড়ে মুখ্যমন্ত্রী নিজের আসনে ফিরে আসেন৷

ঠিক কী হয়েছিল? ভিক্টোরিয়া মেমোরিয়ালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দিতে ডাকা হল, তখন দর্শকাসন থেকে কয়েকজন ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন৷ প্রথম সারিতে থাকা কয়েকজন থামানোর চেষ্টা করেন৷ কিন্তু যা ঘটার ততক্ষণে ঘটে গিয়েছে৷

এর জেরে চূড়ান্ত ক্ষুব্ধ হন মমতা৷ তিনি বলেন, ‘‘এটা সরকারি অনুষ্ঠান৷ কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়৷ এভাবে কাউকে ডেকে অপমান করার কোনও মানে হয় না৷ তাই আমি ভাষণ দেব না৷’’

মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন, তখন মঞ্চে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রের এক মন্ত্রী৷ সেই সময় মঞ্চে উপস্থিত সকলেই হতচকিত৷ কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন নিজের আসনে৷ প্রধানমন্ত্রীর পাশেই ছিল তাঁর নির্দিষ্ট আসন৷

এর পর কিছু স্মারক প্রকাশের অনুষ্ঠান হয়৷ তা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই৷ সেখানেও মমতা সামিল হন৷ তার পর যতক্ষণ অনুষ্ঠান হয়, ততক্ষণ মমতা মঞ্চেই ছিলেন৷

যদিও এই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে৷ যাঁরা অতিথি হিসেবে ছিলেন, তাঁরা কীভাবে ‘জয় শ্রীরাম’ বললেন৷ অনেকেই সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলতে শুরু করেন যে কীভাবে এমন একটি সরকারি অনুষ্ঠানে কোনও একটি দলের ব্যবহৃত স্লোগান ব্যবহার করা হয়৷ অনেকের মত, এতে আসলে নেতাজিকেই অপমান করা হল৷ যদিও এখনও এই বিষয়ে বিজেপির কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

কী বললেন মমতা ?

আরও পড়ুন :চারটি জাতীয় রাজধানীর দাবি মমতার

তবে এর তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান৷ তিনি টুইটারে লেখেন, ‘‘রামের নাম গলা জড়িয়ে ধরে বলুন৷ গলা টিপে ধরে নয়৷’’ স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি বোঝাতে চাইছেন যে আসলে ‘জয় শ্রীরাম’ বলে মমতার কণ্ঠরোধ করা হল৷

Last Updated : Jan 23, 2021, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details