পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee: ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার চান মমতা - CM Mamata Banerjee demands fast track Judicial proceedings

বিচারব্যবস্থার উপর বিজেপি'র প্রভাব বিস্তারের অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছেন, তিনি কোনও দুর্নীতিকে সমর্থন করেন না (Mamata Banerjee speaks against corruption) ৷

cm Mamata Banerjee
পার্থ ইস্যুতে মুখ খুললেন মমতা

By

Published : Jul 25, 2022, 9:29 PM IST

কলকাতা, 25 জুলাই: বিভিন্ন তদন্তে কেন্দ্রীয় সংস্থাগুলির দীর্ঘসূত্রিতা নিয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস । এবার মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা ফাস্ট ট্র্যাক করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এক্ষেত্রেও দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য একটি ফাস্ট ট্র্যাক কোর্টের পক্ষেও সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee demands fast track Judicial proceedings) ।

সোমবার নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি চান পকসো-সহ বিভিন্ন ধারায় মামলার দ্রুত বিচার হোক ফাস্ট ট্র্যাক আদালতে । এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার উল্লেখ না-করেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই দুর্নীতির তদন্ত তিন মাসে শেষ হোক ৷ কোনও দুর্নীতির ঘটনা তিনি সমর্থন করেন না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: দুর্নীতিকে সমর্থন করি না, পার্থর থেকে কি দূরত্ব বাড়ালেন মমতা ?

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমি চাই তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি হোক ৷ তবে এই ঘটনাটা রটনা কি না, দেখতে হবে । আমাদের দল খুব স্বচ্ছ । চোর-ডাকাত দিয়ে আমাদের দল তৈরি হয়নি ।" একই সঙ্গে এদিন বিচার ব্যবস্থার উপর আস্থার কথা জানালেও, তার উপর বিজেপির প্রভাব রয়েছে এমন কথাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে ৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি জানি বিচার ব্যবস্থার উপর বিজেপি'র কতটা প্রভাব পড়েছে । তুমি নিশ্চয়ই এজেন্সি লাগাও । কিন্তু এজেন্সিগুলো লাগিয়ে কোমর ভেঙে দেবে, দল ভেঙে দেবে, সরকার ভেঙে দেবে ! হুমকির কাছে মাথানত করব না । কেউ যদি ভুল করে থাকে তাহলে সরকার দায় নেবে না । দলও নয় । নির্দিষ্ট সময়ের মধ্যে সত্যির বিচার হোক । সত্যি প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড দিলে আমার কোনও কিছু যায় আসে না । আমি কোনও অন্যায়কে সমর্থন করি না, দুর্নীতিকে সমর্থন করি না । গত 11 বছর ধরে 1 লক্ষ টাকা করে পার্লামেন্টের পেনশন পাই । আমি তো এক পয়সাও নিইনি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details