পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কিষান নিধি প্রকল্পের টাকা চাইলেন মমতা, "কাটমানি"র খোঁচা বিজেপির - 'কাটমানি'র খোঁচা বিজেপির

এর আগে সেপ্টেম্বরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে এই প্রকল্পের টাকা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী । অভিযোগ, সেই চিঠি লেখার পর দীর্ঘদিন কেটে গেলেও এখনও পর্যন্ত "প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি" প্রকল্প চালু করা যায়নি । আর এই চিঠি নিয়ে রাজ্যকে খোঁচা দিয়ে টুইট করলেন বিজেপি নেতা অমিত মালব্য ৷

mamata-banerjee-demanded-money-pm-kisan-nidhi-fund-
mamata-banerjee-demanded-money-pm-kisan-nidhi-fund-

By

Published : Dec 22, 2020, 7:07 AM IST

কলকাতা, 22 ডিসেম্বর : কেন্দ্রের অনুদান কৃষকদের কাছে পৌঁছ দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার । সম্প্রতি রাজ্যে এসে এই অভিযোগ করেন অমিত শাহ ৷ পালটা "প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি" প্রকল্প রাজ্যে চালু করতে ফের এই প্রকল্পের টাকা চেয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এর আগে সেপ্টেম্বরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে এই প্রকল্পের টাকা চেয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু অভিযোগ, সেই চিঠির পর দীর্ঘদিন কেটে গেলেও এখনও পর্যন্ত চালু করা যায়নি "প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি" । এবার আবারও একটি চিঠি লিখে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্পে কৃষকদের জন্য বরাদ্দ অর্থ বাংলায় পাঠানো হোক । এই অর্থ হাতে পেলে সমস্ত নিয়মকে মান্যতা দিয়ে কেন্দ্রের কাছে তুলে দেওয়া হবে সুবিধাপ্রাপ্তদের তালিকাও । এ ছাড়া রাজ্য সরকার যে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার জন্য প্রকল্প চালু করেছে, সে কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে ৷ জানানো হয়েছে, 73 লাখ কৃষক রাজ্যের প্রকল্পের সুবিধা পাচ্ছেন । সুবিধা পাচ্ছেন ভাগচাষিরাও ৷

এদিকে মুখ্যমন্ত্রীর চিঠির কথা প্রকাশ্যে আসতেই রাজ্যকে খোঁচা দিয়ে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য ৷ তিনি টুইট করেন, "একমাত্র পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের সুবিধা পাবেন এমন কৃষকদের তালিকা দিতে অস্বীকার করছে ৷ সংখ্যাটা প্রায় 72 লাখ ৷ তারা সরকারি অ্যাকাউন্টে টাকা চাইছে ৷ তাহলে কি ওদের 'কাটমানি' পেতে সুবিধা হয় ? প্রায় 4320 কোটি টাকা ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষকদের ৷"

ABOUT THE AUTHOR

...view details