পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee: 'কেউ ধোয়া তুলসীপাতা নয়', বিরোধীদের কটাক্ষ মমতার - কেউ ধোয়া তুলসীপাতা নয় বলে কটাক্ষ মমতার

রবিবার জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Jago Bangla Programme) ৷ এদিন ফের একবার বিরোধীদের কটাক্ষ করেন তিনি (Mamata Banerjee) ৷

Mamata Banerjee
ETV Bharat

By

Published : Sep 25, 2022, 5:42 PM IST

Updated : Sep 25, 2022, 6:19 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠান থেকে বিরোধীদের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ রবিবার অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, "বাইরে থেকে ধার নেওয়া কিছু লোক কিছু ডিজিটাল কর্মসূচি টাকা দিয়ে তৈরি করেছে । সোশাল মিডিয়াকে আমরা সম্মান করি । কিন্তু এর নামে তারা সকলের সমালোচনা করেন । যারা সকাল থেকে রাত্রি পর্যন্ত এসব করছেন তারা বাংলায় কী কী উন্নতি হয়েছে, কী কী ভালো কাজ বাংলায় হয়েছে, সেগুলি নিয়ে যদি একটু দৃষ্টি দিতেন তাহলে মানুষ এগুলো সম্পর্কে জানতে পারত ৷"

এদিন এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমাদের সবাই খারাপ আর ওরা ভালো, এমনটি ভাবার কারণ নেই । কেউ ধোয়া তুলসী পাতা নয় । দিল্লিতে যারা আছেন জেনে রাখুন, ওটা দিল্লির লাড্ডু, জো খায়া ও পছতায়া, জো নেহি খায়া ও ভি পছতায়া । বাংলার বদনাম করা একদল লোকের কাজ । একসময় দিল্লিতে গিয়ে এসব দেখে লজ্জাবোধ করতাম । তবে এরপরও এরা বদলায়নি । তবে বাংলার নামে বদনাম করলে রাগ হয় বৈকি ।" (Mamata Banerjee Criticises oppositions)

আরও পড়ুন: শুভেন্দু-দিলীপের ছবিতে মালা দিয়ে তর্পণ মদনের

এদিন নজরুল মঞ্চের দলীয় অনুষ্ঠান থেকে বিজেপি ও সিপিএমকে একযোগে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনারা বদনাম করুন । তাতে কিচ্ছু যায় আসেনা । বাংলা উন্নয়ন করবে করবে । আমরা প্রতিহিংসাপরায়ণ নই । 34 বছরে অনেক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করিনি । কারণ বদলা নয়, বদল চাই বলেছিলাম । আপনারা তরজা করে যান । বাংলা আরো উন্নতি করবে । উন্নয়নই আমাদের কাজ ।" জাগো বাংলার এদিনের অনুষ্ঠানে উপস্থিতত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷

আরও পড়ুন: পুরনো ছন্দে ফিরছে উত্তর কলকাতা, চতুর্থী থেকে বাস চলাচল শুরু টালা ব্রিজে

Last Updated : Sep 25, 2022, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details