কলকাতা, 12 সেপ্টেম্বর:তিনি সমস্যা ধরলেন । আবার সমাধানও বাতলে দিলেন । সরকারি দফতরের কাজে যে ঢিলেঢালা মনোভাব থাকে এই অভিযোগ দীর্ঘ দিনের । সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হাতেনাতে তেমনই একটি বিষয় প্রকাশ্যে নিয়ে এলেন । দফতরের নিষ্ক্রিয়তা চোখে হাত দিয়ে দেখিয়ে দেওয়ার পাশাপাশি এর থেকে উত্তরণের পথও বাতলে দিলেন তিনি ।
কথা ছিল ঢাকঢোল পিটিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে 11 হাজার কর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী । কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল আজ নিয়োগপত্র পাবেন কারা তাই ঠিক করে বলতে পারছেন না দফতরের আধিকারিকরা । মঞ্চ থেকে হাতে গোনা কয়েকজনকে নিয়োগপত্র দেওয়া হল ঠিকই । কিন্তু বাকিদের কীভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হবে তা নিয়ে কোনও নির্দিষ্ট ভাবনা-চিন্তাই করেনি দফতর । অথচ এ দিন রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ছয় জেলা মিলে নেতাজি ইন্ডোর থেকে 10,000 কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে ।
মুখ্যমন্ত্রী যখন সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখতে উঠছেন, তখনও পর্যন্ত দফতর স্পষ্টভাবে জানে না কীভাবে তাঁদের নিয়োগপত্র পাঠানো হবে । আর মুখ্যমন্ত্রী ধরতেই এই নিয়ে তৈরি হল ধন্দ । রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী, কারিগরি শিক্ষা দফতরের সচিব কৃষ্ণ গুপ্ত একে অপরের দিকে মুখ চাওয়া-চাওয়ি করছেন । পরিস্থিতি দেখে রেগে ফায়ার মমতা বন্দ্যোপাধ্যায় । দফতরের সচিবদের মুখ্যমন্ত্রীর একের পর এক প্রশ্ন, তাঁদের বিব্রত হওয়া দেখে পেছন দিক থেকে কর্মপ্রার্থীদের হাততালি । এসবই চলল বেশ কিছুক্ষণ । অবশেষে মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন, আজকেই কর্মপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে । যাঁদের কাউন্সেলিং হয়েছিল, তাঁদের মধ্যে আজ যাঁরা এসেছেন তাঁরা নিয়োগপত্র পাবেন হাতে হাতেই । এ ক্ষেত্রে যখন তাঁরা বাসে উঠবেন তখনই তাঁদের এই নিয়োগপত্র হস্তান্তর করা হবে ।