কলকাতা, 13 অক্টোবর:তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্বাস্থ্য নিয়ে চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পথ দুর্ঘটনা পর থেকেই চোখের সমস্যা নিয়ে ভুগছেন অভিষেক (Abhishek Eye Operated)। বুধবার আমেরিকাতে সন্ধ্যে সাতটা নাগাদ তাঁর চোখে অস্ত্রোপচার হয় । প্রায় 7 ঘণ্টা ধরে সেই অস্ত্রোপচার চলে । তাতে ঝুঁকি ছিল । প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করছেন, অপারেশন সফল হয়েছে । তবে এখনই পরিষ্কারভাবে কিছু বলতে পারছেন না তাঁরাও । আর সে কারণেই উদ্বেগ বাড়ছে মুখ্যমন্ত্রীর ।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে তাঁর এই উদ্বেগের কথা প্রকাশ করেছেন । বলেছেন, "ছেলেটা খুব ভুগছে । ঠাকুর ঠাকুর করে এ বারের অপারেশনটা ভালো হলেই হল । না হলে দৃষ্টিশক্তি নিয়েও সমস্যা হতে পারে ওর ।"
প্রসঙ্গত, 2016 সালের 19 অক্টোবর মুর্শিদাবাদে কর্মিসভা সেরে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । তখন তাঁর বাম চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং ক্ষত তৈরি হয় । চোখের নিচের হাড় ভেঙে যায় বলেই চিকিৎসকরা জানিয়েছেন । তাঁকে কলকাতায় এনে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় । সেই ক্ষতেরই অস্ত্রোপচার হল ।