কলকাতা, 21 জুলাই: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প ঘোষণার প্রথম দিন থেকেই সরব হয়েছিল তৃণমূল । শুধু তাই নয়, বিধানসভায় অগ্নিপথ নিয়ে প্রথম মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এই প্রকল্প আসলে বিজেপির ক্যাডার তৈরির কৌশল । বৃহস্পতিবার একুশে জুলাইয়ের মঞ্চ(TMC 21st July Rally) থেকেও আরও একবার অগ্নিপথ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) ।
একুশের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করে মমতা এদিন বলেন, "অগ্নিপথের মাধ্যমে আসলে সেনাকে অবহেলা করা হচ্ছে ।" তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "ও পথে হেটো না বাপু । আর্মির বিকল্প আর্মিই । সেনার বিকল্প কখনও অগ্নিপথ হতে পারে না । অতএব কেন্দ্রকে বলব যদি লোক নেওয়ার হয় তাহলে সেনাতেই লোক নিন এভাবে আর্মিকে বঞ্চনা করবেন না ।"
এদিন মমতা প্রশ্ন তোলেন, অগ্নিপথ বলা হচ্ছে, অগ্নিপথ মানে কি ? সশস্ত্র কিছু তৈরি করা ? পরে যারা আপনাদের ক্যাডার হয়ে কাজ করবে ৷ এসব কোনওভাবেই চলতে পারে না । মমতার দাবি, আসলে এই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে ।