পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee: অগ্নিপথের মাধ্যমে সেনাকে অপমান করা হয়েছে, একুশের মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ মমতার - Mamata Banerjee comments on Agnipath scheme from TMC 21st July Rally

একুশের মঞ্চ থেকে কেন্দ্রকে(BJP) নিশানা মমতার(Mamata Banerjee) ৷ অগ্নিপথ প্রকল্প(Agnipath scheme) নিয়ে আবারও সরব হলেন তিনি ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Jul 21, 2022, 10:05 PM IST

কলকাতা, 21 জুলাই: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প ঘোষণার প্রথম দিন থেকেই সরব হয়েছিল তৃণমূল । শুধু তাই নয়, বিধানসভায় অগ্নিপথ নিয়ে প্রথম মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এই প্রকল্প আসলে বিজেপির ক্যাডার তৈরির কৌশল । বৃহস্পতিবার একুশে জুলাইয়ের মঞ্চ(TMC 21st July Rally) থেকেও আরও একবার অগ্নিপথ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী(CM Mamata Banerjee) ।

একুশের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করে মমতা এদিন বলেন, "অগ্নিপথের মাধ্যমে আসলে সেনাকে অবহেলা করা হচ্ছে ।" তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "ও পথে হেটো না বাপু । আর্মির বিকল্প আর্মিই । সেনার বিকল্প কখনও অগ্নিপথ হতে পারে না । অতএব কেন্দ্রকে বলব যদি লোক নেওয়ার হয় তাহলে সেনাতেই লোক নিন এভাবে আর্মিকে বঞ্চনা করবেন না ।"

এদিন মমতা প্রশ্ন তোলেন, অগ্নিপথ বলা হচ্ছে, অগ্নিপথ মানে কি ? সশস্ত্র কিছু তৈরি করা ? পরে যারা আপনাদের ক্যাডার হয়ে কাজ করবে ৷ এসব কোনওভাবেই চলতে পারে না । মমতার দাবি, আসলে এই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে ।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, অগ্নিপথ নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাও । প্রথমবারের জন্য একুশে জুলাই-এর মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি দাবি করেন, অগ্নিপথ আসলে দেশের সবচেয়ে বড় স্ক্যাম । বিজেপি ক্যাডারদের পুনর্বাসন দেওয়ার জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে ।

আরও পড়ুন:তৃণমূল হোক একমাত্র আদর্শ রাজনৈতিক দল, একুশের মঞ্চ থেকে জানালেন মমতা

বৃহস্পতিবার একুশের বৈঠক শেষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও টুইট করে বলা হয়েছে, অগ্নিপথ কি বিজেপির ক্যাডার তৈরির কৌশল ? দেশের যুব প্রজন্মের প্রতি কেন্দ্রের সরকারের কি কোনও শ্রদ্ধা নেই ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details