পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata-Abhishek : অভিষেকের বিমানে চার-পাঁচজন গুন্ডা পাঠানো হচ্ছে, অভিযোগ মমতার - বিজেপি

ত্রিপুরায় গিয়ে কয়েকদিন আগে আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই প্রসঙ্গে এদিন মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

mamata banerjee claims that bjp sending anti social in abhishek banerjee airplane
Mamata-Abhishek : অভিষেকের বিমানে চার-পাঁচজন গুন্ডা পাঠানো হচ্ছে, অভিযোগ মমতার

By

Published : Aug 9, 2021, 1:36 PM IST

কলকাতা, 9 অগস্ট : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রাণ সংশয় হতে পারে ৷ সোমবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আর এই নিয়ে তিনি সরাসরি না বলেও অভিযোগের তির ছুঁড়েছেন ভারতীয় জনতা পার্টির দিকে ৷

সম্প্রতি বিজেপি (BJP) শাসিত রাজ্য ত্রিপুরায় (Tripura) গিয়ে আক্রান্ত হয়েছিলেন অভিষেক ৷ তাঁর কনভয়ে হামলা হয় ৷ এই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সেদিন অভিষেক বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন ৷ তা না হলে সেদিন অভিষেকেরও শারীরিক ক্ষতি হতে পারত ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে সেদিন ত্রিপুরা প্রশাসনের পক্ষ থেকে অনেক পরে অভিষেককে বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয় ৷

আরও পড়ুন :Mamata-Amit : অমিত শাহের নির্দেশে ত্রিপুরায় তৃণমূলের উপর হামলা, অভিযোগ মমতার

তৃণমূল সুপ্রিমোর আরও অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিমানে যাতায়াত করছেন, সেখানে অভিষেকের আসনের পাশের চার-পাঁচটি আসনে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ সেই সূত্রে মমতার দাবি, অভিষেকের জীবন সংকটে পড়তে পারে ৷

প্রসঙ্গত, গত শনিবার ত্রিপুরায় আক্রান্ত হয় বঙ্গ-তৃণমূলের বেশ কয়েক জন নেতা ৷ রবিবার রাতে তাঁদের বিশেষ বিমানে কলকাতায় ফেরানো হয় ৷ তাঁদের মধ্যে দু’জন সুদীপ রাহা ও জয়া দত্ত এখন কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ৷ সোমবার সকালে তাঁদের হাসপাতালে দেখতে যান মমতা ৷

আরও পড়ুন :অধিবেশনের শেষ সপ্তাহের রণকৌশল তৈরি করতে একজোট বিরোধীরা

তার পর বাইরে এসে ত্রিপুরার বিজেপি সরকার ও গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর অভিযোগ, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের (Amit Shah) নির্দেশে সবটাই হয়েছে ৷ এটা আমি বিশ্বাস করি ৷ তা না হলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) এত সাহস হত না ৷’’

দলের তরুণ-তুর্কিদের উপর হামলার ঘটনার কড়া নিন্দা করেন মমতা ৷ তাঁদের উপর হামলার প্রতিবাদে ছাত্র সমাজকে গর্জে ওঠার ডাক দেন তিনি ৷ একই সঙ্গে ব্যাখ্যা করেন বিজেপি কীভাবে গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছে ৷ তৃণমূল নেতাদের ত্রিপুরায় যাওয়ার জন্য বিমানের টিকিট না দিতে বলা হয়েছে বলে মমতার অভিযোগ ৷ এমনকি, বিমান ভাড়া দেওয়া হচ্ছে না ৷ তিনি সরাসরি না বললেও তাঁর অভিযোগের তির যে কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে তা বুঝতে অসুবিধা হওয়ার নয় ৷

আরও পড়ুন :Tripura TMC : তৃণমূল নেতাদের জামিন, ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাতের ডাক অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details