পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee: সবাই যখন ঠাকুর দেখেন, আমি তখন পাহারা দিই ! শ্রীভূমির মঞ্চে বললেন মমতা

লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sree Bhumi Sporting Club) পুজো উদ্বোধন করতে এসে নিজেকে মানুষের পাহারাদার বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ পুজোর আবহে (Durga Puja 2022) হঠাৎ একথা কেন বললেন তিনি ?

Mamata Banerjee claims herself as the security guard of people
Mamata Banerjee: সবাই যখন ঠাকুর দেখেন, আমি তখন পাহারা দিই ! শ্রীভূমির মঞ্চে বললেন মমতা

By

Published : Sep 22, 2022, 7:46 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: একজন বলেন, তিনি সারা দেশের চৌকিদার ৷ আর একজন বললেন, তিনি মানুষের পাহারাদার ৷ বৃহস্পতিবার নিজের পরিচয় এভাবেই দিলেন বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এদিন লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sree Bhumi Sporting Club) পুজো উদ্বোধন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই মঞ্চেই বিধায়ক সুজিত বসুকে (Sujit Bose) সতর্ক করলেন 'দিদি' ! বুঝিয়ে দিলেন পুজোর নামে কোনও অনিয়ম বরদাস্ত করবেন না তিনি ৷ কারণ, সবার আগে তিনি জনগণের পাহারাদার ৷ ঠিক যেমন মোদি বলেন, তিনি দেশবাসীর চৌকিদার !

প্রসঙ্গত, শ্রীভূমির এই পুজো লোকমুখে 'সুজিত বসুর পুজো' নামেই পরিচিত ৷ প্রতিবারই এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় ৷ এবারও (Durga Puja 2022) তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে ৷ প্রতিবারই এই পুজোর জন্য ভোগান্তির শিকার হতে হয় আমজনতাকে ৷ শ্রীভূমি লাগোয়া সমস্ত রাস্তায় ভিড়ের চাপে যানচলাচল কার্যত বন্ধ হয়ে যায় ৷ এ নিয়ে মানুষের অভিযোগ অনেক ৷ কেউ কেউ বলেন, উদ্যোক্তাদের আয়োজনের জন্যই অযথা ভিড় বাড়ে এখানে ৷ ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হয় বলে কোনও কোনও মহলের দাবি ৷

নিজেকে মানুষের পাহারাদার বলে দাবি মমতার ৷

আরও পড়ুন:ইউনেসকোর স্বীকৃতির পরও ব্রাত্য কুমোরটুলির শিল্পীরা

এদিকে, এবারের পুজো নানা কারণে গুরুত্বপূর্ণ ৷ প্রথমত, এবারই কলকাতার পুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে ৷ ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতির পর পুজো ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক, তা রাজ্য সরকারের কাছে কখনই কাম্য নয় ৷ এদিকে, গত বছর এই শ্রীভূমিতেই বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি করা হয়েছিল ৷ তার লেজার লাইটে বিপাকে পড়েন বিমানচালকরা ৷ পরে সেই আলো বন্ধ করে দিতে হয় ৷ যদিও তাতে বিতর্ক থামেনি ৷ এছাড়া, বর্তমানে একের পর এক দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার তথা শাসকদল কিছুটা হলেও কোণঠাসা ৷ এই সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বিরোধীরা তা ইস্যু করতে কালক্ষেপ করবে না ৷

জল্পনা আরও শোনা যাচ্ছে ৷ সূত্রের দাবি, বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) বিজেপি থেকে তৃণমূলে ফেরায় নাকি খুশি নন সুজিত ৷ যদিও তৃণমূলে ফেরার পর থেকে সব্যসাচীকে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি ৷ কিন্তু, সেই ঘটনার জেরে তৃণমূলের অন্দরে কিছু মন কষাকষি নাকি আজও রয়ে গিয়েছে ! তাহলে কি অন্দরের সেই দ্বন্দ্বের জেরেই এভাবে প্রকাশ্যে দলীয় বিধায়ককে সতর্ক করে দিলেন মমতা ? বুঝিয়ে দিলেন তাঁর কাছে মানুষ আগে ? মনে করিয়ে দিলেন, তাঁদের সকলের কাঁধেই অনেক দায়িত্ব রয়েছে ৷ কোনও কারণেই সেই দায়িত্ব থেকে বিচ্যুতি ঘটা চলবে না ৷

ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, এদিন আসলে শুধুমাত্র সুজিত বসুকে নয়, আমজনতাকেও বার্তা দিতে চেয়েছেন মমতা ৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলকে নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে ৷ মমতা যদিও যাবতীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন ৷ কিন্তু, এই মমতাই আবার অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে ফেরত আনার কথা বলেছেন ৷ যার জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূলনেত্রীকে ৷ এই প্রেক্ষাপটে এদিনের প্রকাশ্য মঞ্চে সুজিতকে সতর্ক করে মমতা আদতে নিজেকে ফের একবার জননেত্রী হিসাবেই প্রমাণ করতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ আর সেটা করতে গিয়েই নিজেকে মানুষের পাহারাদার বলে উল্লেখ করেছেন তিনি ৷ ঠিক যেমন নরেন্দ্র মোদি নিজেকে চৌকিদার বলে দাবি করেন ৷

ABOUT THE AUTHOR

...view details