পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Challenges Oppositions : আমার পরিবারের নামে জমি দখল প্রমাণ হলে বুলডোজার দিয়ে ভেঙে দিন, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেখান থেকেই তিনি সম্পত্তি বৃদ্ধি নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন (Mamata Challenges Oppositions) ৷ বললেন, আমার পরিবারের নামে জমি দখল প্রমাণ হলে বুলডোজার দিয়ে ভেঙে দিন ৷

Mamata Banerjee challenges that If land grabbing is proven against my family bulldoze them
Mamata Challenges Oppositions : আমার পরিবারের নামে জমি দখল প্রমাণ হলে বুলডোজার দিয়ে ভেঙে দিন, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

By

Published : Aug 31, 2022, 5:07 PM IST

Updated : Aug 31, 2022, 5:58 PM IST

কলকাতা, 31 অগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছে ৷ বুধবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মমতা ৷ বললেন, ‘‘আমার বা আমার পরিবারের নামে যদি কোনও সরকারি জমি দখলের প্রমাণ পান, তদন্ত করে সব বুলডোজার দিয়ে ভেঙে দিন ।’’

এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ এই বিষয়ে তিনি আরও বলেন, ‘‘মুখ্যসচিবকে বলেছি তদন্ত করুন । আমার পরিবারের নামে কারও জমি দখলের অভিযোগ আসে, তার জবাব দেবে সে ।’’

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে ৷ কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করলেন সেই প্রশ্নও উঠেছে ৷ যদিও মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন যে তিনি ও তাঁর পরিবারের কোনও সদস্যই অনৈতিকভাবে কারও জমি দখল করেনি ৷ কিন্তু নিজের কাছে পরিষ্কার থাকার জন্যই তিনি এই কথা বলেছেন ৷

আমার পরিবারের নামে জমি দখল প্রমাণ হলে বুলডোজার দিয়ে ভেঙে দিন, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

পাশাপাশি তিনি জানিয়েছেন যে রাজনীতিতে তিনি কোনও কিছু পাওয়ার জন্য আসেননি ৷ অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে আসার প্রসঙ্গও তোলেন তিনি ৷ সেই সময় তিনি রেলমন্ত্রী ছিলেন ৷ মমতা জানিয়েছেন যে তাঁর কোনও কিছু চাওয়ার নেই বলেই তিনি তৎক্ষণাৎ মন্ত্রিত্ব ছাড়তে পেরেছিলেন ৷

একই সঙ্গে তাঁর কবিতা লেখা ও ছবি আঁকা নিয়ে বিরোধীদের কটাক্ষর বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তাঁর কবিতা, গান লেখা নিয়ে বিরোধীরা কেন ব্যাঙ্গ করে, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন :একমাস আগেই পুজোর ঢাকে কাঠি, ইউনেস্কোকে ধন্যবাদ জানাতেই সিদ্ধান্ত

Last Updated : Aug 31, 2022, 5:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details