পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Working Committee Meeting : জাতীয়স্তরে বিজেপি বিরোধিতার রূপরেখা তৈরিতে বৈঠক তৃণমূলের - তৃণমূলের বৈঠক

সোমবার কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বসেছে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক (TMC Working Committee Meeting) ৷ সেখানে রয়েছেন মুকুল সাংমা-সহ সদ্য তৃণমূলে যোগদানকারী অন্য রাজ্যের একাধিক নেতা ৷

mamata banerjee chairs trinamool congress working committee meet to chalk party strategy
TMC Working Committee Meeting : জাতীয়স্তরে বিজেপি বিরোধিতার রূপরেখা তৈরিতে বৈঠকে তৃণমূল

By

Published : Nov 29, 2021, 5:00 PM IST

Updated : Nov 29, 2021, 7:40 PM IST

কলকাতা, 29 নভেম্বর : লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) বিজেপিকে হারানো ৷ সেই লক্ষ্যে এগোতে গিয়ে জাতীয় স্তরে সংগঠন বিস্তার শুরু করেছে তৃণমূল কংগ্রেস (TMC's National Expansion) ৷ ক্রমশ সারা দেশের বিজেপি বিরোধী পরিসরে উপস্থিতি বাড়ছে ঘাসফুল শিবিরের ৷ এই পরিস্থিতি আগামীর লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করতে বৈঠক বসেছে কালীঘাটে ৷ দলের ওয়ার্কিং কমিটির সদস্যদের সঙ্গে ওই বৈঠক করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee chairs Trinamool Congress meet) ৷

এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের একাধিক তৃণমূল নেতা ৷ সেই তালিকায় মনিপুরের মুকুল সাংমা, বিহারের পবন বর্মা, হরিয়ানার অশোক তানওয়ার, গোয়ার লিয়েন্ডার পেজের মতো তারকারা ছিলেন ৷ এছাড়াও বিজেপি থেকে তৃণমূলে আসা যশবন্ত সিনহাও ছিলেন ৷

আরও পড়ুন :Abhishek Banerjee Tweet : এবার আসল খেলা হবে, অভিষেকের টুইটে তেইশের লড়াইয়ের বার্তা

বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে এসে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, মে মাসে বিজেপিকে যেভাবে তৃণমূল হারিয়েছে ৷ সেই ভাবেই বাংলা দেশকে পথ দেখাবে ৷ আর সেই লক্ষ্যে আগামিদিন তৃণমূল এগিয়ে চলবে ৷

তিনি জানান, সেই কারণে এদিনের বৈঠকে ঠিক হয়েছে যে জাতীয়স্তরে দলের উপস্থিতিকে আরও জোরালো করতে দলের সংবিধানে রদবদল আসবে ৷ তবে এই রদবদল নিয়ে সর্বশেষ সিদ্ধান্তের ভার তৃণমূল নেত্রীর হাতেই থাকবে বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন ৷

আরও পড়ুন :Derek on Women's Reservation Bill : সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে সোচ্চার হবে তৃণমূল, টুইট ডেরেকের

একই সঙ্গে তিনি জানিয়েছেন, 2015 সাল থেকেই তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল হিসেবে স্বীকৃতি পেয়েছে ৷ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার জাতীয় স্তরে দলের প্রভাব আরও বাড়তে শুরু করেছে ৷

এদিকে এতদিন তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক কালীঘাটেই বসেছে ৷ কিন্তু জাতীয় স্তরে সংগঠন বিস্তারের কথা মাথায় রেখে ওয়ার্কিং কমিটির পরবর্তী বৈঠক বসবে নয়াদিল্লিতে ৷ সোমবার এমনটাই জানিয়েছেন ডেরেক ও’ব্রায়েন ৷

আরও পড়ুন :TMC-Congress Conflict : ‘কংগ্রেসের সঙ্গে সমন্বয় রেখে চলতে আগ্রহী নই’, শীতকালীন অধিবেশনের আগে জানিয়ে দিল তৃণমূল

Last Updated : Nov 29, 2021, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details