পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Independence Day celebration at Red Road স্বাধীনতার 75 বর্ষ উদযাপনে রেড রোড যেন মমতাময় - স্বাধীনতা দিবস 2022

স্বাধীনতার 75 বর্ষ উদযাপনে রেড রোড যেন হয়ে উঠল মমতাময় ৷ মুখ্যমন্ত্রীর গলায় দুর্গা স্তোত্র থেকে শুরু করে ছিল তাঁর কথায় সুরে গান ৷ ফুটে উঠেছে এক টুকরো দুর্গা পুজোর ছবিও (Independence day celebration at Red Road)।

Mamata Banerjee celebrates Independence day 2022 at Red Road
থাম্বনেইল

By

Published : Aug 15, 2022, 12:41 PM IST

Updated : Aug 15, 2022, 3:23 PM IST

কলকাতা, 15 অগস্ট:স্বাধীনতার 75তম বর্ষ উদযাপনে (Independence day celebration at Red Road) রেড রোডের চমক মমতার নিজের গলায় দুর্গা স্তোত্র । বাঙালির অন্যতম পরিচয় শারদ উৎসব । এ বার স্বাধীনতা দিবসের উদযাপন মঞ্চেও ভেসে উঠল বাঙালির চিরায়ত উৎসব প্রেম । আরও এক ধাপ এগিয়ে বললে বলতে হয় এখানে ফুটে উঠেছে এক টুকরো দুর্গা পুজোর ছবি । এ দিন রেড রোডে দুর্গাপুজোর ট্যাবলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গলাতেই শোনা যায়, জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী...।

স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এ বার সারা দেশ জুড়ে সাজো সাজো রব । দেশ জুড়ে চলছে আজাদি কা অমৃত মহোত্‍সব পালন । ঠিক তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee celebrates Independence day 2022) ট্যুইটার অ্যাকাউন্ট থেকে স্বাধীনতা দিবস উদযাপনের ডাক দেওয়া হয়েছে । তিনি লিখেছেন, "ভারতের স্বাধীনতা এনেছেন যে সকল বীর সংগ্রামীরা আজ তাঁদের স্মরণ করার দিন । আমরা, ভারতবাসী, অবশ্যই তাঁদের মনে রাখব এবং নিজেদের মৌলিক কর্তব্য ও অধিকারের প্রতি অবিচল থাকব ৷"

স্বাধীনতার 75 বর্ষ উদযাপনে রেড রোড যেন মমতাময়

এরপরই ঠিক দশটা নাগাদ রেড রোডে হাজির হন তিনি । সোমবার রেড রোডে হাজির হয়েই সবার প্রথমে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি । এ দিন এই মঞ্চ থেকেই মণিপুরে ভূমিধসে মৃত সেনা জওয়ানদের মরণোত্তর সম্মান প্রদান করা হল । একাধিক পুলিশ আধিকারিককে পুলিশ পদকও প্রদান করা হয় ।

স্বাধীনতা দিবসের ট্যাবলো

এ দিন জাতীয় পতাকা উত্তোলনের পরই মণিপুরের ভয়ংকর ধসে শহীদ হয়ে যাওয়া জওয়ানদের মরণোত্তর সম্মান ও তাঁদের পরিবারের সদস্যকে চাকুরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই সঙ্গেই অনুষ্ঠানে রাজ্যের 11 জন আইপিএস পুলিশকে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন:স্বাধীনতার সকালে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদি, সোনিয়া,রাহুল ও মমতার

এ দিন রেড রোডে স্বাধীনতা দিবসের চমক ছিল একাধিক দফরের সুসজ্জিত ট্যাবলো । সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো উপস্থাপিত হয় এ দিন । জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের ট্যাবলো প্রদর্শিত হল । মাটির সৃষ্টি প্রকল্পের ট্যাবলো পরিবেশিত করা হল । পরিবেশিত হল মুখ্যমন্ত্রীর সুর দেওয়া গান 'মাটি মোদের মাতৃভূমি, মাটি মোদের জোর ৷'

রেড রোডে স্বাধীনতা দিবস পালন

এরপর পরিবেশিত হয় লক্ষ্মীর ভান্ডারের ট্যাবলো । লক্ষ্মীর ভান্ডারে রাজ্যের 1 কোটি 80 লক্ষ মহিলাকে আওতাভুক্ত করা হয়েছে । 'লক্ষ্মী এলো, লক্ষ্মী এলো , লক্ষ্মী এলো ঘরে । জীবন বাঁচাও, জীবন বাঁচাও, জীবন নতুন করে..৷' মুখ্যমন্ত্রী কথা ও সুর দিয়েছেন এই গানের, যা পরিবেশিত হল । এরপর সবুজ সাথীর ট্যাবলো পরিবেশিত হল ।

রেড রোডে উপস্থিত অতিথিরা

এ দিন একাধিক সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, সবুজ সাথী ইত্যাদি প্রকল্পের যেমন ট্যাবলো পরিবেশিত হয়, তেমনই সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য নিয়েও ট্যাবলো প্রদর্শিত হল । আজ পরিবেশিত বেশিরভাগ ট্যাবলোতেই শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরারোপিত গান । আর মঞ্চে দাঁড়িয়ে সে সবই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ।

এ দিন একটা সময় মঞ্চ থেকে নেমে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে যোগ দিতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে । মোটের উপর 75 বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রেড রোড ছিল মমতাময় । সাময়িক বৃষ্টি উপেক্ষা করেই চলেছে সব উপস্থাপন । দিনের শেষে দু'বছর পর করোনাকাল কাটিয়ে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে জমকালো স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠান দেখল রাজ্যের মানুষ ।

Last Updated : Aug 15, 2022, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details