পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বুদ্ধদেবের খোঁজ নিতে মীরা ভট্টাচার্যকে ফোন মুখ্যমন্ত্রীর - করোনা

বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন আছেন ? খোঁজ নিলেন তার ৷ দিলেন সবরকম সহযোগিতার আশ্বাস ৷

mamatas call to Mira bhattyacharjya
বুদ্ধদেবের খোঁজ নিতে মীরা ভট্টাচার্যকে ফোন মুখ্যমন্ত্রীর

By

Published : May 25, 2021, 5:22 PM IST

কলকাতা, 25 মে : কেমন আছেন তাঁর পূর্বসূরী ? ফোন করে তারই খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বুদ্ধদেব ভট্টাচার্যকে তাঁর পাম অ্য়াভিনিউয়ের বাড়ি থেকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর, এরপরই বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্যকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ জানতে চান কেমন আছেন বুদ্ধদেব ?

সূত্রের খবর, মঙ্গলবার দুপুর 12 টা 30 নাগাদ মীরা ভট্টাচার্যকে ফোন করেন মমতা ৷ শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েই দায় সারেননি তিনি ৷ মীরা ভট্টাচার্যকে সবরকম সহযোগিতারও আশ্বাস দেন মমতা ৷ প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ এর আগে যখনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়েছেন, তখনই ফোন করে ভট্টাচার্য পরিবারের পাশে থাকা থাকার বার্তা দিয়েছেন মমতা ৷ বুদ্ধদেবের চিকিৎসায় বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত ৷ যদিও বুদ্ধদেব নিজে বরাবরই সমস্ত সরকারি সুযোগ, সুবিধা নিতে অস্বীকার করে এসেছেন ৷

আরও পড়ুন :বুদ্ধদেবের চিকিৎসায় গঠিত ছয় সদস্যের মেডিক্য়াল বোর্ড

রাজনৈতিক মতাদর্শের ফারাক থাকলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বরাবরই সৌজন্যের সম্পর্ক বজায় রেখেছেন রাজ্য়ের বর্তমান মুখ্যমন্ত্রী ৷ এদিনও তার ব্যতিক্রম হল না ৷ এদিকে, সোমবারই করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বুদ্ধদেবের স্ত্রী মীরা ৷ আপাতত সাতদিন হোম আইসোলেশনেই থাকতে হবে তাঁকে ৷ ফলে বুদ্ধদেবকে হাসপাতালে ভর্তি করা হলেও মীরার পক্ষে হাসপাতালে যাতায়াত করা সম্ভব নয় ৷ এই অবস্থায় মীরা ভট্টাচার্যকে ফোন করে মমতা সবরকম সাহায্য়ের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে ৷

ABOUT THE AUTHOR

...view details