কলকাতা, 25 মে : কেমন আছেন তাঁর পূর্বসূরী ? ফোন করে তারই খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বুদ্ধদেব ভট্টাচার্যকে তাঁর পাম অ্য়াভিনিউয়ের বাড়ি থেকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর, এরপরই বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্যকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ জানতে চান কেমন আছেন বুদ্ধদেব ?
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর 12 টা 30 নাগাদ মীরা ভট্টাচার্যকে ফোন করেন মমতা ৷ শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েই দায় সারেননি তিনি ৷ মীরা ভট্টাচার্যকে সবরকম সহযোগিতারও আশ্বাস দেন মমতা ৷ প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ এর আগে যখনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়েছেন, তখনই ফোন করে ভট্টাচার্য পরিবারের পাশে থাকা থাকার বার্তা দিয়েছেন মমতা ৷ বুদ্ধদেবের চিকিৎসায় বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত ৷ যদিও বুদ্ধদেব নিজে বরাবরই সমস্ত সরকারি সুযোগ, সুবিধা নিতে অস্বীকার করে এসেছেন ৷