পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee: অর্থনীতিবিদ কৌশিক বসুকে বাংলায় ফিরে আসার ডাক মমতার - Mamata Banerjee

বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসুকে দেশে ফিরে আসার জন্য আবেদন মুখ্যমন্ত্রীর । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনি বাংলায় ফিরে আসুন । বাংলার মানুষের আপনাকে প্রয়োজন (Mamata Banerjee calls economist Kaushik Bose to return to Bengal) ।"

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Jul 25, 2022, 10:05 PM IST

Updated : Jul 25, 2022, 10:59 PM IST

কলকাতা, 25 জুলাই:বঙ্গবিভূষণের মঞ্চ থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসুকে দেশে ফিরে আসার জন্য আবেদন মুখ্যমন্ত্রীর । সোমবার বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকায় তিনি ছিলেন অন্যতম । স্বশরীরে উপস্থিত থাকতে না-পারলেও জুমের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সম্মান নিয়েছেন । তাঁকে সম্মান প্রদান করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনি দেশকে গর্বিত করেছেন । গোটা পৃথিবীতে বাংলার নাম উজ্জ্বল করেছেন । আপনি বাংলায় ফিরে আসুন । বাংলার মানুষের আপনাকে প্রয়োজন (Mamata Banerjee calls economist Kaushik Bose to return to Bengal) ।"

উলটোদিকে থাকা এই বিশিষ্ট অর্থনীতিবিদ মমতার ব্যবহারে আপ্লুত । তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান । এদিন শুধু অর্থনীতিবিদ কৌশিক বসুই নন, বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকাটা ছিল বেশ লম্বা । মোট 17 জনকে এদিন বঙ্গবিভূষণ দেওয়া হয় । এদের মধ্যে ছিলেন বিশিষ্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বিজ্ঞানী অধ্যাপক বিকাশ সিনহা, পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য, রাধেশ্যাম গোয়েঙ্কারা । ছিলেন হর্ষ নেওটিয়া, বাসুদেব বন্দ্যোপাধ্যায়, কুমার শানু প্রমুখও ।

আরও পড়ুন : দুর্নীতিকে সমর্থন করি না, পার্থর থেকে কি দূরত্ব বাড়ালেন মমতা ?

এদিন কুমার শানু বলেন, "35 বছর ধরে গান করছি । কেউ এই ধরনের সম্মান দেয়নি । দিদি সম্মান দিয়েছেন, ভালো লাগছে । গায়ক অভিজিৎ ভট্টাচার্য বলেন, "বারবার দিদির টানেই কলকাতায় আসি ।"

Last Updated : Jul 25, 2022, 10:59 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details