পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 5, 2020, 7:02 AM IST

ETV Bharat / city

কোরোনা আক্রান্ত লকেটকে ফোন মমতার

কোরোনায় আক্রান্ত লকেট চট্টোপাধ্যায় । তাঁকে ফোন করে খোঁজখবর নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Mamata
Locket

কলকাতা, 5 জুলাই : কোরোনা আক্রান্ত BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । BJP সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নেন । দ্রুত আরোগ্য কামনা করেন ।

সূত্রের খবর, এই কঠিন পরিস্থিতিতে লকেটকে আশ্বাস দিয়ে মমতা বলেন, "চিন্তার কোনও কারণ নেই । বড় দিদির মতো পাশে রয়েছি ।"

কোরোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই সামনে এনেছেন লকেট চট্টোপাধ্যায় । টুইট করে তিনি জানান, জ্বর, সর্দি, কাশি সহ কোরোনার নানা উপসর্গ শরীরে দেখা দেওয়ায় আগেভাগেই আইসোলেশন থাকতে শুরু করেছিলেন । কিন্তু শরীর আরও খারাপ হওয়ায় কোভিড-19 পরীক্ষা করান । এই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে লকেটকে । চিকিৎসা করা হয় ICU-তে রেখে । যদিও অবস্থা স্থিতিশীল । লকেটের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, ফোন করে বড় দিদির মতো পাশে থাকার বার্তা দেন তিনি ।

প্রসঙ্গত, একসময় তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে দেখা গেছে লকেট চট্টোপাধ্যায়কে । পরে BJP-তে যোগ দেন । হুগলি থেকে সাংসদ নির্বাচিত হন । কোরোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে বারবার তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details