কলকাতা, 3 অক্টোবর : ভবানীপুরের উপনির্বাচনে প্রত্যাশিত জয় পেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ভেঙে দিলেন তাঁর নিজের তৈরি করা রেকর্ড ৷ 2011 সালে ভবানীপুরের উপনির্বাচনে তিনি জিতেছিলেন 54 হাজার 213 ভোটে ৷ এবার তার থেকে প্রায় সাড়ে চার হাজারের বেশি ব্য়বধানে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিকও করলেন ৷
2011 সালে পশ্চিমবঙ্গে ‘পরিবর্তনের’ নির্বাচনে মমতা লড়েননি ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ভবানীপুরের উপনির্বাচনে লড়েন ৷ সেবার তিনি ভোট পেয়েছিলেন 73 হাজার 635 ৷ ভোটের ব্য়বধানে ছিল 54 হাজার 213 ৷
আরও পড়ুন :Mamata Banerjee : ভবানীপুর জিতেই তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা মমতার
পাঁচবছর পর 2016 সালে অবশ্য ভোট কমে মমতার ৷ সঙ্গে ব্যবধানও কমে ৷ সেবার মমতা ভোট পেয়েছিলেন 65 হাজার 520 ৷ জয়ের ব্যবধান ছিল 25 হাজার 301 ৷ কিন্তু সেই সব ফলকে ছাপিয়ে গেল এবার মমতার জয় ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2011 সালে ভবানীপুরে তৃণমূল প্রার্থী ছিলেন সুব্রত বক্সি ৷ তিনি সেবার 49 হাজার 936 ভোটে জিতেছিলেন ৷ তার কয়েক মাসের মধ্যেই যখন মমতা প্রার্থী হন, তখনও দেখা গেল ব্যবধান অনেকটাই বেড়ে গেল ৷