পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : ভবানীপুরে জিতে ভারতের পথে আরও একধাপ মমতার - তৃণমূল কংগ্রেস

বিধানসভা নির্বাচনে তৃণমূল ডাবল সেঞ্চুরি করে ৷ তার পর দেশজুড়ে বিজেপি বিরোধিতায় সুর চড়িয়েছে তারা ৷ ভবানীপুরে মমতার জয় সেই বিজেপি-বিরোধিতাকে আরও অক্সিজেন দিল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷

মমতার
Mamata Banerjee : ভবানীপুরে জিতে ভারতের পথে আরও এগোলেন মমতা

By

Published : Oct 3, 2021, 3:10 PM IST

কলকাতা, 3 অক্টোবর :নন্দীগ্রাম (Nandigram) কৃষক আন্দোলনের ভূমি হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খালি হাতে ফিরিয়ে দিয়েছিল । কয়েকমাসের ব্যবধানে ভবানীপুরের উপনির্বাচন (Bhabanipur By Election) জিতে জয়ের সরণিতে ফিরলেন বঙ্গ-রাজনীতির ‘অগ্নিকন্যা’ ৷ তাও আবার বিশাল ব্যবধানে ৷ এই জয় তাঁকে ভারতের পথে আরও অনেকটা এগিয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) তাঁর দল ডাবল সেঞ্চুরি করার পর জাতীয়স্তরে বিজেপি (BJP) বিরোধিতার সুর আরও চড়িয়েছিলেন মমতা ৷ কিন্তু তিনি জিততে পারেননি ৷ তাই বারবার ‘নন এমএলএ’ মুখ্যমন্ত্রী বলে তাঁকে কটাক্ষ করেছে বিরোধীরা ৷ সেই কারণেই নির্বাচনী প্রচারে মমতা ভবানীপুর থেকেই ভারত দেখার কথা বলেছিলেন ৷ এই জয়ে সেই কাজই অনেকটা সহজ হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷

আরও পড়ুন :Madan Mitra : হাতে রং মশাল, গান গেয়ে আনন্দে মাতলেন মদন

রাজনৈতিক বিশ্লেষক তথা প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফলাফল কাঙ্ক্ষিত ছিল । যদিও নন্দীগ্রামের নির্বাচনের পর এই উপনির্বাচনকে বাড়তি গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নন্দীগ্রামের পরাজয়ের পর জয় নিয়ে সাবধানীও ছিলেন তিনি । তাঁকে একথাও বলতে শোনা গিয়েছে, মানুষ তাঁকে না জেতালে তিনি হয়তো আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না । কিন্তু মানুষের কাছে বিকল্প ছিল না । একুশের বিধানসভা নির্বাচনে আগেই মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে । এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়ার অর্থ বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগানো । মানুষ তা করতে চায়নি । কাজেই এই ফল কাঙ্খিত ছিল । এবং কোনও সন্দেহ নেই আগামী দিনে এই ফল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তাঁর দলকে বাড়তি অক্সিজেন যোগাবে ।’’

আরও পড়ুন :Bhabanipur Bye-Election Result : খেলা হবে-র সঙ্গে শঙ্খধ্বনি, তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস ভবানীপুরে

এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2011 সালের বিধানসভা নির্বাচনে সাড়ে তিনদশক পর হেরেছিল বামফ্রন্ট ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে সরাতে নেতৃত্ব দিয়েছিলেন মমতা ৷ কিন্তু তিনি নিজে ভোটে লড়েননি ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হন ৷ 2016 সালের বিধানসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন ৷

2021 সালের বিধানসভা ভোটে তিনি নন্দীগ্রামে লড়াই করতে চলে যান ৷ তাই ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন দলের ‘প্রথম বিধায়ক’ শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattarjee) ৷ তিনি প্রায় 28 হাজার ভোটে হারান বিজেপির রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)-কে ৷ কিন্তু মাস পাঁচেক পর হওয়া উপনির্বাচনে দেখা গেল ভবানীপুরে মমতা ফিরতেই তৃণমূলের (Trinamool Congress) ভোট বাড়ল ৷

আরও পড়ুন :Suvendu Adhikari : চেয়ার বাঁচানোর জন্য পঞ্চাশ লক্ষ মানুষকে ভাসিয়েছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ শুভেন্দুর

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার রাজাগোপাল ধর চক্রবর্তী বলেন, ‘‘সাধারণত উপনির্বাচনে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়ালে তিনি পরাজিত হন না । অতীতের পরিসংখ্যান তাই বলছে । আর এই উপনির্বাচনের ফল কী হতে চলেছে, একটা ছোট্ট বাচ্চাও জানত ।’’

তবে এই বেশি ব্যবধানে জয়ের পরও নির্বাচনী ময়দানে বিজেপিকে একেবারে গুরুত্বহীন বলে মনে করা ঠিক নয় বলেও মনে করছেন অনেকে ৷ এই প্রসঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী বলেন, ‘‘প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে তৃণমূল কংগ্রেস যতই তুচ্ছ-তাচ্ছিল্য করুক । তিনি লড়াই জমিয়ে দিয়েছিলেন । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ী হওয়া যে তাঁর পক্ষে সম্ভব নয়, সেকথা ভালই জানতেন প্রিয়াঙ্কা । কাজেই ফল যা হওয়ার তাই হয়েছে । বরং বলব, একপেশে নয়, তুল্যমূল্য লড়াই হয়েছে ।’’

আরও পড়ুন :Bhabanipur bye-election Result : হিংসাত্মক ঘটনা যেন না ঘটে, ফল ঘোষণার আগে আদালতে চিঠি প্রিয়াঙ্কার

একই সঙ্গে তিনি মনে করেন, নির্বাচনের এই ফল তৃণমূল কংগ্রেসকে জাতীয় ক্ষেত্রে বাড়তি সুবিধা করে দেবে । এমনিতেই বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেস নিজেকে বিজেপি বিরোধী প্রধান শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছে । সেই পথে সহায়ক হবে এই নির্বাচনের ফল ।

ABOUT THE AUTHOR

...view details