কলকাতা, 3 অক্টোবর :নন্দীগ্রাম (Nandigram) কৃষক আন্দোলনের ভূমি হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) খালি হাতে ফিরিয়ে দিয়েছিল । কয়েকমাসের ব্যবধানে ভবানীপুরের উপনির্বাচন (Bhabanipur By Election) জিতে জয়ের সরণিতে ফিরলেন বঙ্গ-রাজনীতির ‘অগ্নিকন্যা’ ৷ তাও আবার বিশাল ব্যবধানে ৷ এই জয় তাঁকে ভারতের পথে আরও অনেকটা এগিয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) তাঁর দল ডাবল সেঞ্চুরি করার পর জাতীয়স্তরে বিজেপি (BJP) বিরোধিতার সুর আরও চড়িয়েছিলেন মমতা ৷ কিন্তু তিনি জিততে পারেননি ৷ তাই বারবার ‘নন এমএলএ’ মুখ্যমন্ত্রী বলে তাঁকে কটাক্ষ করেছে বিরোধীরা ৷ সেই কারণেই নির্বাচনী প্রচারে মমতা ভবানীপুর থেকেই ভারত দেখার কথা বলেছিলেন ৷ এই জয়ে সেই কাজই অনেকটা সহজ হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷
আরও পড়ুন :Madan Mitra : হাতে রং মশাল, গান গেয়ে আনন্দে মাতলেন মদন
রাজনৈতিক বিশ্লেষক তথা প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফলাফল কাঙ্ক্ষিত ছিল । যদিও নন্দীগ্রামের নির্বাচনের পর এই উপনির্বাচনকে বাড়তি গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নন্দীগ্রামের পরাজয়ের পর জয় নিয়ে সাবধানীও ছিলেন তিনি । তাঁকে একথাও বলতে শোনা গিয়েছে, মানুষ তাঁকে না জেতালে তিনি হয়তো আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না । কিন্তু মানুষের কাছে বিকল্প ছিল না । একুশের বিধানসভা নির্বাচনে আগেই মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে । এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়ার অর্থ বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগানো । মানুষ তা করতে চায়নি । কাজেই এই ফল কাঙ্খিত ছিল । এবং কোনও সন্দেহ নেই আগামী দিনে এই ফল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তাঁর দলকে বাড়তি অক্সিজেন যোগাবে ।’’
আরও পড়ুন :Bhabanipur Bye-Election Result : খেলা হবে-র সঙ্গে শঙ্খধ্বনি, তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস ভবানীপুরে
এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2011 সালের বিধানসভা নির্বাচনে সাড়ে তিনদশক পর হেরেছিল বামফ্রন্ট ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে সরাতে নেতৃত্ব দিয়েছিলেন মমতা ৷ কিন্তু তিনি নিজে ভোটে লড়েননি ৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হন ৷ 2016 সালের বিধানসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন ৷