পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Backs Anubrata পার্থর কেন্দ্রে গিয়ে অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা

পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে গিয়ে অনুব্রতর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Backs Anubrata Mondal) । প্রাক্তন শিল্পমন্ত্রীর গ্রেফতারির প্রশ্নে বিশেষ কথা না বললেও বীরভূমের জেলা সভাপতিকে প্রশংসায় ভরিয়েছেন মুখ্যমন্ত্রী ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 14, 2022, 7:26 PM IST

Updated : Aug 14, 2022, 9:12 PM IST

বেহালা, 14 অগস্ট: প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন মুখ্যমন্ত্রীর বেহালা পশ্চিমের এই 'সফরে' নজর ছিল গোটা রাজ্যের । মনে হয়েছিল হয়তো ওই মঞ্চ থেকেই একদা ছায়াসঙ্গীর পাশে দাঁড়াবেন মমতা । যদিও পার্থ প্রসঙ্গে ‘আইন আইনের পথে চলবে’ জানালেও অনুব্রতর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী । জানিয়ে দিলেন, 'একটা কেষ্টকে ধরলে হাজার কেষ্ট রাস্তায় তৈরি হবে' (Mamata Banerjee Backs Anubrata Mondal) ।

এদিন অনুব্রত মণ্ডলকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । মমতা বলেন, "যখনই নির্বাচন হয়, অনুব্রতকে তো বাইরে বেরোতে দেন না । তাহলে কেষ্টকে গ্রেফতার করলেন কেন ? কি করেছিল ?" এখানেই শেষ নয় । অনুব্রতর পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ছেলেটা গত দু'বছর কষ্ট পেয়েছে । বউ ক্যানসারে মারা গিয়েছে । তাও ভোটের সময় প্রতিদিন কলকাতা-বোলপুর করত । গত পঞ্চায়েত নির্বাচনের সময় বউ বলেছিল, আমায় দেখতে হবে না । তুমি পঞ্চায়েত নির্বাচন দেখ গিয়ে ।"

আরও পড়ুন : সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরির হুঁশিয়ারি সৌগতর, পালটা দিলেন বামেরা

Last Updated : Aug 14, 2022, 9:12 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details