পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নির্বাচনের আগে এজেন্সি দিয়ে ভয় দেখানো ও বদনাম করার চেষ্টা : মমতা - মমতা বন্দ্যোপাধ্যায়

CBI, ED সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে ভয় দেখানো হয় বলে বারবারই অভিযোগ করে থাকেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বিধানসভা নির্বাচনের আগে সেই একই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । পাশাপাশি, তৃণমূলের নেতা মন্ত্রীদের সাবধানও করলেন তিনি ।

mamata_banerjee_attacks_central's_bjp_government_for_using_cbi_and_ed_as_politicaly
নির্বাচনের আগে এজেন্সি দিয়ে ভয় দেখানো ও বদনাম করার চেষ্টা : মমতা

By

Published : Dec 1, 2020, 8:11 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর : নির্বাচনের আগে এজেন্সি দিয়ে ভয় দেখাবে । মিথ্যা কথা বলবে । বদনাম করার চেষ্টা করবে। অনেককে জেলে ভরবে । কিন্তু এসবে ভয় পেলে হবে না। আজ নবান্ন থেকে এভাবেই নরেন্দ্র মোদির সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি তৃণমূলের নেতা-মন্ত্রীদের সতর্কও করে দিলেন তিনি ।

নির্বাচনের মুখে CBI, ED-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে ভয় দেখানো হয় বলে বারবারই অভিযোগ করে থাকেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে সেই একই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । পাশাপাশি, তৃণমূলের নেতা মন্ত্রীদের সাবধানও করলেন তিনি । এ প্রসঙ্গে আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘নির্বাচনের আগে এজেন্সি দিয়ে ভয় দেখাবে। মিথ্যা কথা বলবে। বদনাম করার চেষ্টা করব। অনেককে জেলে ভরবে । কিন্তু এসবে ভয় পেলে হবে না।’’ এদিন নিজের আর্থিক উপার্জন সম্পর্কে স্পষ্ট বিবৃতি দিয়েছে মমতা। এ বিষয়ে তিনি বলেন, ‘‘দুর্নীতি করা তো দূর অস্ত, সরকারের টাকায় চা-ও খাই না ৷ সাংসদ বা বিধায়ক ভাতাও নিই না কখনও । লক্ষ লক্ষ টাকা বেতন ও পেনশন নিতে পারতাম কিন্তু নিই না । ছবি এঁকে, গান লিখে টাকা আয় করি । সরকারের কোনও অর্থ খরচ করি না ৷’’

এদিন BJP-র পাশাপাশি CPI(M)-কেও আক্রমণ শানিয়েছেন মমতা। অভিযোগ করেন, ‘‘পরিকল্পনা করে তৃণমূলের বদনাম করা হচ্ছে ৷’’ অন্যদিকে, প্রধানমন্ত্রীর বাংলাতে ভাষণ দেওয়া নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এখন সবই সম্ভব হয় । গুজরাতি হরফে বাংলা লিখে উচ্চারণ করা কোনও কৃতিত্ব না । বাংলা বললেই বাঙালি হওয়া যায় না । আমিও পারি বাংলা হরফে লিখে গুজরাতে ভাষা বলতে । কেউ বাংলা বললে তা নিয়ে মাতামাতি করার কিছুই নেই।’’

ABOUT THE AUTHOR

...view details