কলকাতা, 9 জুন : নবান্ন থেকে আচমকাই রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল পাঁচটায় রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে মমতা সরাসরি চলে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাতের জন্য (Mamata Banerjee at Raj Bhavan to meet Jagdeep Dhankhar)। কিন্তু কী কারণে এই সাক্ষাৎ, তা স্পষ্ট নয় । তবে রাজ্যপালকে নিজের আঁকা ছবি উপহার দেন মুখ্যমন্ত্রী ৷ উপহার পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান ধনকড় দম্পতি ৷
শুক্রবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে বাদল অধিবেশন ৷ তার আগে রাজ্যপালের সঙ্গে মমতার সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । ভুলে গেলে চলবে না, এইবারের বাদল অধিবেশনে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার জন্য বিল পেশ করা হবে । এক্ষেত্রে মনে করা হচ্ছে, সেই বিল পেশ করার আগে রাজ্যপালকে 'কনফিডেন্সে' নেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।