পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata meets Mumbai Civil Society Members : বিজেপি সরলেই মোদি সরকারের তৈরি সব আইন বাতিলের প্রতিশ্রুতি মমতার - বিজেপি সরলেই মোদি সরকারের তৈরি সব আইন বাতিলের প্রতিশ্রুতি মমতার

মুম্বইয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে আজ তিনি দেখা করেন নাগরিক সমাজের সঙ্গে (Mamata-Civil Society Meeting in Mumbai) ৷ সেখানেই তিনি প্রতিশ্রুতি দেন যে বিজেপি কেন্দ্র থেকে সরলেই মোদি সরকারের তৈরি সব আইন বাতিল করা হবে (mamata banerjee assures that all laws made by modi govt will be repealed) ৷

mamata banerjee assures that all laws made by modi govt will be repeal
Mamata-Civic Society Meeting at Mumbai : বিজেপি সরলেই মোদি সরকারের তৈরি সব আইন বাতিলের প্রতিশ্রুতি মমতার

By

Published : Dec 1, 2021, 3:29 PM IST

Updated : Dec 1, 2021, 6:02 PM IST

মুম্বই, 1 ডিসেম্বর : 2024-এ কেন্দ্র থেকে বিজেপিকে সরানোর লক্ষ্যের কথা আগেই ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার মুম্বইয়ে বসে জানিয়ে দিলেন বিজেপিকে সরানোর পর তাঁর পরবর্তী লক্ষ্য কী হবে ? বাণিজ্যনগরীর চৌহান সেন্টারে নাগরিক সমাজের মুখোমুখি (Mamata Banerjee meets Mumbai Civil Society) হয়ে তাঁর প্রতিশ্রুতি, বিজেপি কেন্দ্র থেকে সরলেই মোদি সরকারের তৈরি করা সব দানবীয় আইন বদলে ফেলা হবে (Mamata Banerjee assures that all laws made by the Modi government will be repealed) ৷

আইন বদল নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কৃষি আইনের প্রসঙ্গ তুলেছেন ৷ যে আইন গত বছর বলবৎ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ কিন্তু চলতি শীতকালীন অধিবেশনে তা বাতিল করে দেওয়া হয়েছে ৷ মমতার বক্তব্য, সামনে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন ৷ সেই কারণেই এই কৃষি আইন বাতিল করা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে বঙ্গের বিধানসভা ভোটে বিজেপিকে পরাস্ত করার পর জাতীয় রাজনীতিতে মোদি-বিরোধী মুখ হিসেবে মমতার গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ তাই 2024-এ বিজেপিকে হারাতে পারলে অনেকে মমতাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন ৷ কিন্তু মমতা বলছেন যে কে প্রধানমন্ত্রী হবেন, তা এখনই ঠিক করার সময় আসেনি ৷ বরং তাঁর প্রশ্ন, প্রতিবার কোনও রাজনীতিকই কেন প্রধানমন্ত্রী হবেন ?

তবে নাগরিক সমাজের সামনে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর একটাই উদ্দেশ্য, ‘‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও ৷’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তাঁর বিরোধীর কাছে তিনি এখনই তাঁর কৌশল স্পষ্ট করতে চান না ৷ কিন্তু বিজেপি বিরোধিতার প্রশ্নে যে তিনি কোনও আপোস করতে চান না, সেটাও স্পষ্ট করেছেন তিনি ৷ তিনি বলেছেন, ‘‘রাজনীতিতে নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন । আপনি বেশিরভাগ সময় বিদেশে থাকতে পারেন না ৷’’

মমতা জানান, বিজেপি বিরোধিতা নিয়ে একটা পরামর্শদাতা কাউন্সিল গড়ার প্রস্তাব কংগ্রেসকে দিয়েছেন ৷ সেখানে নাগরিক সমাজের প্রতিনিধিও থাকা প্রয়োজন ৷ এদিন মুম্বইয়ে নাগরিক সমাজের বৈঠকে উপস্থিত ছিলেন গীতিকার জাভেদ আখতার ৷ যিনি মমতার পাশেই বসেছিলেন ৷ অনুষ্ঠানের সঞ্চালনাও করেন ৷ এছাড়া দর্শকাসনে ছিলেন মেধা পাটকর, স্বরা ভাস্করের মতো আরও অনেক পরিচিত মুখ ৷

চৌহান সেন্টারে শিল্পীদের সঙ্গে আলাপের পর প্রথমে মমতা মারাঠিতে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ৷ পরে বাংলায় বলেন, ‘‘আপনাদের সকলকে হার্দিক শুভেচ্ছা ৷ আমি খুব বেশি কথা বলতে চাই না, কারণ সময় অল্প ৷ আমি মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি ৷" পাশাপাশি বাংলার সঙ্গে মহারাষ্ট্র ও মুম্বইয়ের যোগসূত্রের কথা তুলে ধরেন ৷ সেই যোগসূত্র স্বাধীনতার আগেই তৈরি হয়েছিল, সেটাও তিনি জানান ৷

আরও পড়ুন :Shahrukh Khan Victimized : হেনস্থার শিকার হয়েছেন শাহরুখ, মুম্বইয়ে গিয়ে সরব মমতা

মহেশ ভাটও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে ৷ তিনি বলেন, ‘‘আপনি আশার আলো ৷ আমাদের যখন মনে হচ্ছে চারদিক অন্ধকার হয়ে গিয়েছে ৷ সেই সময় আপনি আশার আলো ৷’’ অন্যদিকে মমতা ইউএপিএ আইনের অপব্যবহারের অভিযোগ তোলেন ৷ টাডা আইনের বিরুদ্ধে তাঁর পদত্যাগের নজিরের কথাও উল্লেখ করেন৷ বাংলায় তা হয় না বলেও তিনি জানান ৷

Last Updated : Dec 1, 2021, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details