কলকাতা, 20 জুলাই : আগামীকাল 21 জুলাই । তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হবে শহিদ দিবস । লোকসভা নির্বাচনের পর শহিদ দিবসের সমাবেশে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কী বার্তা দেন সেদিকে তাকিয়ে তৃণমূল কর্মী, সমর্থকরা । যদিও শহিদ দিবসের অনুষ্ঠানের মাহাত্ম্য আগের মতো নেই বলে মন্তব্য করলেন BJP সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ।
গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বেশ কয়েকবছর ধরে শহিদ দিবস শহিদ উৎসব হিসেবে পালন করা হচ্ছে । এটা এখন জলসায় পরিণত হয়েছে । শহিদ পরিবারের প্রতি মমতা ব্যানার্জির কোনও অনুরাগ নেই । উনি বলেছিলেন, শহিদ পরিবার বিচার পাবে । দোষীদের শাস্তি হবে । কমিশনও করেছিলেন । 8 বছর হয়ে গেল, কমিশনের রিপোর্ট কোথায় কেউ জানে না । শহিদের পরিবার বিচার পায়নি । মমতা ব্যানার্জিও কথা রাখেননি । আরও একটা শহিদ দিবস চলে এল । আবার পাগলু ড্যান্স হবে । এবার লোক কমবে । কারণ, মমতার এখনকার ডাকের মাহাত্ম্য নেই ।"