পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শহিদ দিবসে বিহার থেকে লোক আনবেন প্রশান্ত কিশোর : জয়প্রকাশ - প্রশান্ত কিশোর

শোনা যাচ্ছে, এবার শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোর । তিনি সরেজমিনে দেখতে চান, সংগঠনের কী অবস্থা । যদিও জয়প্রকাশ বলছেন, "21 জুলাই লোক কম হতে পারে । উত্তরবঙ্গ এখন BJP-র দখলে গেছে । সেজন্য মমতা প্রশান্ত কিশোরকে বলেছেন, বিহার থেকে যদি লোক আনা যায় । CPI(M), কংগ্রেসকে কাছে আনারও চেষ্টা করছেন । যদিও লাভের লাভ কিছু হবে না ।"

জয়প্রকাশ

By

Published : Jul 20, 2019, 6:13 AM IST

Updated : Jul 20, 2019, 6:52 AM IST

কলকাতা, 20 জুলাই : আগামীকাল 21 জুলাই । তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হবে শহিদ দিবস । লোকসভা নির্বাচনের পর শহিদ দিবসের সমাবেশে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কী বার্তা দেন সেদিকে তাকিয়ে তৃণমূল কর্মী, সমর্থকরা । যদিও শহিদ দিবসের অনুষ্ঠানের মাহাত্ম্য আগের মতো নেই বলে মন্তব্য করলেন BJP সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ।

গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বেশ কয়েকবছর ধরে শহিদ দিবস শহিদ উৎসব হিসেবে পালন করা হচ্ছে । এটা এখন জলসায় পরিণত হয়েছে । শহিদ পরিবারের প্রতি মমতা ব্যানার্জির কোনও অনুরাগ নেই । উনি বলেছিলেন, শহিদ পরিবার বিচার পাবে । দোষীদের শাস্তি হবে । কমিশনও করেছিলেন । 8 বছর হয়ে গেল, কমিশনের রিপোর্ট কোথায় কেউ জানে না । শহিদের পরিবার বিচার পায়নি । মমতা ব্যানার্জিও কথা রাখেননি । আরও একটা শহিদ দিবস চলে এল । আবার পাগলু ড্যান্স হবে । এবার লোক কমবে । কারণ, মমতার এখনকার ডাকের মাহাত্ম্য নেই ।"

আরও খবর : মমতাকে বাঁচাতে বন্দুক তাক করেছিলেন বড়কর্তার দিকে, আজও চাকরিহারা "কনস্টেবল" সিরাজুল !

শোনা যাচ্ছে, এবার শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোর । তিনি সরেজমিনে দেখতে চান, সংগঠনের কী অবস্থা । যদিও জয়প্রকাশ বলছেন, "21 জুলাই লোক কম হতে পারে । উত্তরবঙ্গ এখন BJP-র দখলে গেছে । সেজন্য মমতা প্রশান্ত কিশোরকে বলেছেন, বিহার থেকে যদি লোক আনা যায় । CPI(M), কংগ্রেসকে কাছে আনারও চেষ্টা করছেন । যদিও লাভের লাভ কিছু হবে না ।"

দেখুন ভিডিয়ো

এদিকে, এবারের শহিদ দিবসে মমতার স্লোগান EVM নয়, ব্যালট চাই । এপ্রসঙ্গে জয়প্রকাশ বলেন, "হাতে যে গণতন্ত্রহত্যার রক্ত লেগে আছে, ব্যালটের সাহায্যে কি সেটা মুছতে পারবেন ? বাংলার মানুষ দেখেছে উনি গণতন্ত্রকে কীভাবে হত্যা করছেন । সুতরাং এই শূন্যগর্ভ আওয়াজে বাংলার মানুষ ভুলছে না ভুলবেও না ।"

Last Updated : Jul 20, 2019, 6:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details