কলকাতা, 8 সেপ্টেম্বর:এসএসসির শিক্ষক নিয়োগ থেকে গ্রুপ-ডি, প্রাইমারি টেট, মাদ্রাসা নিয়োগ - এই সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে আসছে বারবার । এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির নজরে রয়েছে এই সব ঘটনা । বর্তমানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) রয়েছেন গারদে । কিন্তু এই অবস্থায় মাঝে মাঝেই দলের নেতাদের রক্তচাপ বাড়াচ্ছে নেতাদের চাকরির সুপারিশের চিঠি । এই পরিস্থিতিতে এ বার অত্যন্ত সাবধানী তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা সমাবেশ থেকে দলীয় কর্মীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী (Mamata on corruption)।
দলের বিধায়ক, সাংসদদের উদ্দেশে তাঁর (Mamata Banerjee) পরামর্শ, যা বলার বলুন সামনাসামনি ৷ কোনও বিধায়ক চাকরির অনুরোধ করে বা কোনও মন্ত্রী লেটারহেডে কোনও চিঠি দেবেন না ৷ হোয়াটসঅ্যাপে পাঠানো কথাও বিজেপির আইটি সেলের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী ৷ সেই কারণে দলীয় কর্মীদের সতর্ক করে তিনি বললেন যে, এমন কিছু করবেন না, যা দলের অস্বস্তি বাড়াতে পারে ৷