কলকাতা, 15 এপ্রিল: কোরোনায় রাজ্যে মোট আক্রান্ত 132, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 17 জন ৷ তবে রাজ্যবাসীর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, অধিকাংশ মানুষই সুস্থ হয়ে উঠছেন ৷ রাজ্যবাসীকে ভরসা জোগাতে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘যদি আমার কোরোনা হয়, তাহলে কি সব সম্পর্ক ছিন্ন করে দেবেন?’’
রাজ্যে কোরোনা সংক্রমণ ও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আজ নবান্নে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ সেই বৈঠক থেকেই এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিব রাজীব সিনহা ৷
ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিয়ে আগেই চিন্তা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ আজ তিনি বলেন, ‘‘ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের আমরা সাহায্য করার চেষ্টা করছি ৷ তাঁদের ঠিকানা পেলেই অল্প কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে যাতে তাঁরা অন্তত খাবার কিনে খেতে পায় ৷ ঘুরতে গিয়েও যারা আটকে পড়েছেন, তাঁদেরকেও একইভাবে টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে ৷’’
রাজ্যের শ্রমিকদের জন্য তিনি বলেন, ‘‘ছোটো নির্মাণ, রাস্তার কাজ শুরু করার অনুমতি দেওয়া হবে যাবতীয় সতর্কতা বজায় রেখে ৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই ইটভাটাতেও কাজ শুরু করা হবে ৷ 100 দিনের কাজও শুরু করা যেতে পারে ৷ তবে মাস্ক বাধ্যতামূলক ৷’’
রবিশস্য ফলনের সময় প্রায় অতিক্রম হয়ে এসেছে ৷ জমিতে ফলে থাকা রবিশস্য কাটতেও তেমন কোনও বাধা নেই বলে জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্রের তরফ থেকে জুটমিল খোলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ 18টি জুটমিলের তালিকা পাঠিয়েছে তারা ৷ তবে কেবল 18টি চটকল খুললে বাকি শ্রমিকরা মাইনে পাবেনা ৷ তাই সবকটি চটকলই খোলা হবে 15 শতাংশ শ্রমিক নিয়ে ৷’’
তিনি সাংবাদিকদের অনুরোধ করেন রাজ্যের কোথাও কোনও কোরোনা সংক্রমণ বা সাধারণ মানুষের কোনও অসুবিধার কথা জানতে পারলে খবর করার আগে একবার সরকারকেও জানান ৷ 1070 নম্বরে ফোন করে কোরোনা ভাইরাস কন্ট্রোলরুমে যেকোনও গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারবেন ৷