পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja 2022 দশহাজার টাকা করে বাড়ল ক্লাব পিছু অনুদান, নেতাজি ইন্ডোরে উদারহস্ত মমতা - Mamata Banerjee announces to extend Donation Rs 10 thousand per Club in Durga Puja 2022

ক্লাব পিছু অনুদান 50 হাজার টাকা থেকে বাড়িয়ে 60 হাজার টাকা করে দেওয়া হয়েছে (Mamata Banerjee) ৷ মোট 43 হাজার পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে (Mamata Banerjee announces to extend Donation by Rs 10 thousand per Club) ৷

Etv Bharat
Mamata Banerjee

By

Published : Aug 22, 2022, 6:21 PM IST

Updated : Aug 22, 2022, 7:44 PM IST

কলকাতা, 22 অগস্ট: টানাটানির সংসারেও পুজো কমিটিগুলোর জন্য উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্লাব পিছু অনুদান 50 হাজার টাকা থেকে বাড়িয়ে 60 হাজার টাকা করে দেওয়া হয়েছে (Mamata Banerjee) ৷ মোট 43 হাজার পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে ৷ তালিকায় রয়েছে জেলার পুজো কমিটিগুলিও ৷ একই সঙ্গে সিইএসসি (Calcutta Electric Supply Corporation) এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে, পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে যেন 60 শতাংশ ছাড় দেওয়া হয় । গত বছর বিদ্যুতের খরচের ক্ষেত্রে 50 শতাংশ ছাড় দেওয়া হয়েছিল ৷ একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, এই সরকারের আমলে দুর্গাপুজো করতে গেলে পুজো কমিটিগুলিকে দমকলের খরচ, কর, বিজ্ঞাপন কর দিতে হয় না । গত বছরের মতো সেই ধারা বজায় থাকছে এবারও । আগের মতোই পুজোর আবেদন করা যাবে অনলাইনে ।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত পুজো উদ্যোক্তাদের একটা বড় অংশই তাকিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কী বলেন সেদিকে । করোনার কারণে এমনিতেই রাজকোষের অবস্থা ভালো নয় । সে অবস্থায় অনেকেই মনে করেছিলেন, এ বছর অনুদানের পরিমাণ কমতে পারে । কিন্তু অনুদানের পরিমাণ কমার বদলে মুখ্যমন্ত্রী বর্ধিত হারে অনুদানের কথা ঘোষণা করেন । আর তাতেই খুশি উদ্যোক্তারা । এদিন এক পুজো উদ্যোক্তা এই ঘোষণার পর বলেন, "এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা যখনই চেয়েছি, কিছু না কিছু পেয়েছি । তাই এবারও আমরা আশা করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই বাড়তি অনুদানের কথা ঘোষণা করবেন । দেখা গেল সেই ভাবনাই সত্যি হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ঝুলি উজাড় করে দিয়েছেন । আজকে দুর্গা পুজোকে ইউনেস্কোর স্বীকৃতির পেছনে একটা বড় ভূমিকা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর । তিনি যেভাবে পুজো কমিটিগুলির পাশে দাঁড়িয়েছেন, কীভাবে এগোতে হবে সে বিষয়ে দিকনির্দেশিকা দিয়েছেন তা অভাবনীয় ।"

এদিন ফোরাম ফর দুর্গা উৎসবের তরফ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা হয়েছে । ফোরাম ফর দুর্গোৎসবের তরফ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজো যে শুধু উৎসব নয়, বিশাল সংখ্যক মানুষের রুজিরুটি, সেটা যদি কেউ বুঝে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় । এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কারণেই গোটা বিশ্বের পর্যটকদের চোখ বাংলার দুর্গাপুজোর দিকে । এক্ষেত্রে আমাদেরও দায়িত্ব বাড়ল ৷ মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের উপর ভরসা রেখেছেন তার মূল্য আমাদের চোকাতে হবে কাজ করে । বিদেশের মানুষের কাছে যাতে আমাদের দেশের মাথা না নত হয়ে যায় সেটাই নজরে রাখতে হবে আমাদের ।

পুজোর দিনক্ষণ ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, 25 সেপ্টেম্বর মহালয়া, ওইদিন থেকে পুজো শুরু হবে । বিসর্জনের দিন ঠিক করা হয়েছে 5, 6, 7 এবং 8 অক্টোবর । সমস্ত জেলায় পুজো কার্নিভ্যাল হবে 7 অক্টোবর এবং কলকাতায় পুজো কার্নিভ্যাল হবে 8 অক্টোবর । রাজ্যে মোট 40 হাজার 92টি পুজো হয় । এর মধ্যে দু'হাজারের বেশি পুজো মহিলা পরিচালিত । কলকাতা পুলিশের আওতাধীন রয়েছে 27 হাজার পুজো মণ্ডপ । সবকিছু নিয়েই এদিন সামগ্রিকভাবে একটা সফল পুজো মরশুম যাতে সম্পন্ন করা যায়, তার জন্য চেষ্টা করার কথা বলেছেন তিনি ।

নেতাজি ইন্ডোরে উদারহস্ত মমতা

আরও পড়ুন : ফিরছে কুমারী পূজা, বেলুড় মঠের তরফে প্রকাশিত হল দুর্গাপূজার নির্ঘণ্ট

অন্যদিকে, ইউনেস্কোকে সংবর্ধনা জানাতে রাজপথে দুর্গাপুজোর কাঠামো নিয়ে মিছিল হবে 1 সেপ্টেম্বর (Durga Puja in West Bengal) ৷ ওইদিন সমস্ত অফিসকে 1টার মধ্যে ছুটি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এই মিছিলে অংশ নেওয়ার জন্য প্রায় 10 হাজার ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ দুপুর 2টোয় মিছিল শুরু হবে জোড়াসাঁকো থেকে (Rally will be held to thank UNESCO) ৷ মিছিল শেষে ধর্মতলার অনুষ্ঠানে থাকবেন ইউনেস্কোর প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ৷

প্রসঙ্গত গত বছরই পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে (Bengal tourism) স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো । সেই মতো এবার দুর্গাপুজোকে সামনে রেখে পুজোর আগেই মেগা মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মিছিলে থাকবে দুর্গাপুজোর নানান রঙ । উত্তর থেকে দক্ষিণ নানান ক্লাবের উপস্থিতি । থাকবে থিম ভাবনা, ধুনুচি নাচ, ঢাকির দল ।

আরও পড়ুন : ফিরছে কুমারী পূজা, বেলুড় মঠের তরফে প্রকাশিত হল দুর্গাপূজার নির্ঘণ্ট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবারই বলেন, দুর্গাপুজো যে শুধু বাঙালিদের সবচেয়ে বড় উৎসব তাই নয় । এর একটা ব্যবসায়িক দিকও আছে । দুর্গাপুজোকে কেন্দ্র করে গোটা রাজ্যে কয়েকশো কোটি টাকার ব্যবসা হয় । বহু মানুষের জন্য দুর্গাপুজো সারাবছরের মধ্যে আয়ের প্রধান স্থল । কাজেই আনন্দ-উৎসব-বনেদিয়ানা-বারোয়ারির লড়াই একটা দিক । এর বাইরেও একটা বৃহৎ অর্থনীতি, মানুষের পরিশ্রম এর সঙ্গে জড়িত । এবার 1 সেপ্টেম্বরের মিছিলে সেটাকেও উপস্থাপন করার চেষ্টা হবে ।

Last Updated : Aug 22, 2022, 7:44 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details