পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 22, 2022, 5:01 PM IST

Updated : Aug 22, 2022, 5:31 PM IST

ETV Bharat / city

Mamata Banerjee দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি, ইউনেস্কোকে সংবর্ধনা জানাতে রাজপথে মিছিল

মিছিলে অংশ নেওয়ার জন্য প্রায় 10 হাজার ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে (Durga Puja in West Bengal) ৷ দুপুর 2টোয় মিছিল শুরু হবে জোড়াসাঁকো থেকে ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্লাব পিছু অনুদান 50 হাজার টাকা থেকে বাড়িয়ে 60 হাজার টাকা করে দেওয়া হয়েছে (Mamata Banerjee) ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 22 অগস্ট:ইউনেস্কোকে সংবর্ধনা জানাতে রাজপথে দুর্গাপুজোর কাঠামো নিয়ে মিছিল হবে 1 সেপ্টেম্বর (Durga Puja in West Bengal) ৷ এই মিছিলে অংশ নেওয়ার জন্য প্রায় 10 হাজার ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ দুপুর 2টোয় মিছিল শুরু হবে জোড়াসাঁকো থেকে (Rally will be held to thank UNESCO) ৷ মিছিল শেষে ধর্মতলার অনুষ্ঠানে থাকবেন ইউনেস্কোর প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ৷

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্লাব পিছু অনুদান 50 হাজার টাকা থেকে বাড়িয়ে 60 হাজার টাকা করে দেওয়া হয়েছে (Mamata Banerjee) ৷ মোট 43 হাজার পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে ৷ তালিকায় রয়েছে জেলার পুজো কমিটিগুলিও ৷ সিইএসসি (Calcutta Electric Supply Corporation) এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে, পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে যেন 60 শতাংশ ছাড় দেওয়া হয় ।

এবার পুজোর মরশুমে মোট 10 দিন ছুটি পাবে রাজ্য সরকারি কর্মচারীরা ৷ 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পুজোর ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত গত বছরই পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে (Bengal tourism) স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো । সেই মতো এবার দুর্গাপুজোকে সামনে রেখে পুজোর আগেই মেগা মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মিছিলে থাকবে দুর্গাপুজোর নানান রঙ । উত্তর থেকে দক্ষিণ নানান ক্লাবের উপস্থিতি । থাকবে থিম ভাবনা, ধুনুচি নাচ, ঢাকির দল ।

ইউনেস্কোকে সংবর্ধনা জানাতে রাজপথে মিছিল

আরও পড়ুন : ফিরছে কুমারী পূজা, বেলুড় মঠের তরফে প্রকাশিত হল দুর্গাপূজার নির্ঘণ্ট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবারই বলেন, দুর্গাপুজো যে শুধু বাঙালিদের সবচেয়ে বড় উৎসব তাই নয় । এর একটা ব্যবসায়িক দিকও আছে । দুর্গাপুজোকে কেন্দ্র করে গোটা রাজ্যে কয়েকশো কোটি টাকার ব্যবসা হয় । বহু মানুষের জন্য দুর্গাপুজো সারাবছরের মধ্যে আয়ের প্রধান স্থল । কাজেই আনন্দ-উৎসব-বনেদিয়ানা-বারোয়ারির লড়াই একটা দিক । এর বাইরেও একটা বৃহৎ অর্থনীতি, মানুষের পরিশ্রম এর সঙ্গে জড়িত । এবার 1 সেপ্টেম্বরের মিছিলে সেটাকেও উপস্থাপন করার চেষ্টা হবে ।

Last Updated : Aug 22, 2022, 5:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details