পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Pegasus-Nabanna : কমিশন গড়ে আড়িপাতার তদন্ত করবে নবান্ন - Pegasus Spyware : আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যের

আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠন করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ সোমবার দিল্লি সফরের আগে নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই পেগাসাস নজরদারি কেলেঙ্কারিতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যের
আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যের

By

Published : Jul 26, 2021, 1:10 PM IST

Updated : Jul 26, 2021, 1:44 PM IST

কলকাতা, 26 জুলাই : আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন গঠন করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ৷ পেগাসাস (Pegasus Spyware) নজরদারি কেলেঙ্কারিতে তদন্ত কমিশন গঠিত হল এদিন ৷ দিল্লি সফরের আগেই সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, "আমরা আশা করেছিলাম সংসদ চলাকালীন কেন্দ্র সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি তদন্ত করবে ৷ কিন্তু তা তারা করেনি ৷ তাই আমরাই করলাম ৷ দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেখানে পেগাসাস নজরদারি কাণ্ডে তদন্ত কমিশন গঠিত হল ৷ আমরা জানি যে রাজ্যের একাধিক লোকের উপর নজরদারি চালানো হতো ৷ আমরা আশা করছি আমাদের এই ছোট পদক্ষেপ বাকিদেরও উদ্বুদ্ধ করবে ৷ "

মমতা জানান, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লকুর, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্যের নেতৃত্বে এই তদন্ত কমিশন গঠিত হল ৷

মুখ্যমন্ত্রী বলেন, "আমরা চেয়েছিলাম কেন্দ্র একটি কমিশন করে পেগাসাস নজরদারির তদন্ত করুক ৷ কিন্তু এখনও পর্যন্ত তারা নিরব দর্শক ৷ কিছুই করেনি ৷ তাই আমরাই এই পদক্ষেপ করলাম ৷" মমতা জানান, পেগাসাস স্পাইওয়্যার দিয়ে সমাজকর্মী থেকে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্তদের উপর নজরদারিতে চালানো হচ্ছে ৷ বেআইনি হ্যাকিং, নজরদারি, মোবাইলের কথাবার্তা রেকর্ড করা হচ্ছে কিনা তা লক্ষ্য রাখাই হবে এই কমিশনের প্রধান কাজ ৷

এর আগে কেন্দ্রকে আক্রমণ করে মমতা পেগাসাস কাণ্ডকে ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর বলে দাবি করেন ৷

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

Last Updated : Jul 26, 2021, 1:44 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details