পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata Banerjee : চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের - উদয়ন গুহ

নিজে ভোটে জেতার পর তিন কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ দিনহাটায় উদয়ন গুহ (Udayan Guha), খড়দায় শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) এবং শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীর নাম ঘোষণা করেন ৷ পরে তৃণমূলের তরফে গোসাবা কেন্দ্রে সুব্রত মণ্ডলের নাম ঘোষণা করা হল ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Oct 3, 2021, 3:13 PM IST

Updated : Oct 3, 2021, 5:46 PM IST

কলকাতা, 3 অক্টোবর : নিজে জিতলেন বিপুল ভোটে ৷ তারপরই তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ দিনহাটায় উদয়ন গুহ (Udayan Guha), খড়দায় শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) এবং শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীর নাম ঘোষণা করেন তিনি ৷ গোসাবার প্রার্থী এদিন বিকেলে ঘোষণা করা হয় দলের তরফে ৷ সেখানে ঘাসফুল শিবিরের হয়ে দাঁড়াচ্ছেন সুব্রত মণ্ডল ৷

এদিন ভবানীপুর উপনির্বাচনে 58 হাজার 832 ভোটে জয়ী হন তৃণমূল সুপ্রিমো ৷ 2011-এর থেকেও দ্বিগুণ ভোট তিনি এই উপনির্বাচনে পেলেন ৷ নিজেই ভেঙেছেন নিজের রেকর্ড ৷

দিনহাটা, খড়দা, শান্তিপুর এবং গোসাবায় প্রার্থী ঘোষণা করলেন মমতা

এদিন ভোটে জেতার পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি ৷ সেখানে এই তিন কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করলেন ৷ পাশাপাশি দলীয় কর্মীদের এদিনই কোনও বিজয় মিছিল করতেও মানা করেন ৷ মনে করালেন আবহাওয়ার কথা ৷

আরও পড়ুন : Mamata Banerjee wins bhabanipur bypoll : নিজের মেয়েকেই চাইল ভবানীপুর

Last Updated : Oct 3, 2021, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details